নারায়ণগঞ্জ সদর উপজেলার শহরের ডি এন রোডের চিহ্নিত মাদক বিক্রেতা রাকিবুর রহমান রকি এখন জেলা যুবদলের নেতা বনে গেছে।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসশেন্তাষ বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,ডিএন রোডের ঘোড়াপাড়া এলাকার মৃত কালাম মিয়ার পুত্র রাকিবুর রহমান রকি ও আরিফ দীর্ঘদিন যাবত ডিএন রোড,গলাচিপা,দেওভোগ সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে।রাকিবুর রহমান রকি নিজেকে জেলা যুবদলের নেতা পরিচয় দিয়ে তার ভাই আরিফ কে নিয়ে ইয়াবা,গাঁজা সহ মাদক বিক্রি করে আসছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক শীর্ষ নেতার অনুসারী রাকিবুর রহমান রকি। ঐ নেতার সভা সমাবেশে মাদক বিক্রেতা রাকিবুর রহমান রকি লোক সরবরাহ করে থাকায় নিজেকে জেলা যুবদলের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ফেস্টুন টানিয়ে রেখেছে।
ফলে আইন শৃঙ্খলা বাহিনী উক্ত মাদক সম্রাট রাকিবুর রহমান রকি ও তার ভাই অপর মাদক সম্রাট আরিফকে ধরতে কোন পদক্ষেপ নিচ্ছে না।
মাদক সম্রাট রাকিবুর রহমান রকি বিরুদ্ধে প্রায় ৮ টি ও আরিফের বিরুদ্ধে প্রায় ৯ টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
বিএনপির ঐ শীর্ষ নেতার শেল্টারে মাদক বিক্রেতা রাকিবুর রহমান রকি ও আরিফ আরো বেপরোয়া হয়ে উঠেছে। নিজেদের কে যুবদল নেতা পরিচয় দিয়ে মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে।
সচেতন এলাকাবাসী মাদক সম্রাট রাকিবুর রহমান রকি ও আরিফের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহনে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।





















