মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেস ক্লাবে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান।
তিনি বলেন, “দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় আমাদের গর্ব ও অহংকার। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”
আলোচনা সভার পর বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসবের। গ্রামবাংলার বিভিন্ন ধরনের পিঠা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সম্পাদক আলামিন প্রধান, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, দপ্তর সম্পাদক এম.এ. সুমন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















