স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ- ঝিনাইদহের কালীগঞ্জ কোলাবাজার থেকে অপহরণের ২ দিন পর মৎস ব্যবসায়ী সাধনকে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে উপজেলা বেজপাড়ার নারিশ পল্টিফিডের সামনে থেকে তাকে উদ্ধার করে পুলিশ। অপহিৃত সাধন মাগুরার শালিখার খানার মশাখালী গ্রামের নরত্তম বিশ্বাসের ছেলে।
থানা পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, মৎস ব্যবসায়ী সাধন গত শনিবার উপজেলা কোলাবাজার মাছ বিক্রয় করতে আসে। মাছ বিক্রি শেষে সন্ধা ৭টা দিকে বাড়ি ফেরা পথে ফাকা রাস্তা থেকে তাকে ডিবি পরিচয়ে অপহরণ কারীরা তাকে চোখ বেঁধে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর রাতে তাকে সঙ্গবদ্ধ অপহরণ দল একটি মাইক্রোতে করে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে সাভারে পৌছালে চক্রের কতিপয় ব্যক্তির ফোন পেয়ে মাইক্রোটি ফিরে আসে এবং রোববার গভীর রাতে কালীগঞ্জ উপজেলা বেজপাড়ার নারিস পল্টিফিডের সামনে সাধনকে ফেলে রেখে অপহরণ কারীরা পালিয়ে যায়। এখবর পেয়ে সকালে থানা পুলিশ সাধনকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় আনে।
সোমবার বিকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কালীগঞ্জ থানার কর্মকর্তা ইন-চার্জ ইউনুচ আলী জানান, মৎস ব্যবসায়ী সাধন অপহরণের ঘটনায় গত রবিবার তার বাবা মাগুরার শালিখা থানা একটি সাধারণ ডায়েরী করেন। পুলিশ তৎপরতা চালালে অপহরণ কারীরা তাকে ফেরে রেখে যায়। তবে কোন অপহরণকারী চক্রের সদস্যকে আটক করা সম্ভব হয়নি।