শুকিয়ে যাচ্চে চলনবিল, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত কৃষি

শেয়ার করুন...

রাশিদা বেগম, তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে ফিরে: চারদিকে খাঁ খাঁ করছে। কাঙ্ক্ষিত পানি নেই চলনবিলে। বৃহত্তর চলনবিল অঞ্চলে বর্ষা বা বন্যার পানি না থাকায় মাঠ-ঘাট শুকিয়ে যাচ্ছে। যাতে করে চলতি রোপা আমনের আবাদের কৃষকদের কৃষিকাজে ছন্দপতন ঘটছে। আর সাম্প্রতিক বছরগুলোতে অসময়ে বৃষ্টি, অনাবৃষ্টি, অস্বাভাবিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় জলবায়ু বিরুপ প্রভাব দেখা যাচ্ছে। এর প্রভাবে চলনবিলাঞ্চলের মানুষের জীবন-জীবিকায় পরিবর্তন আসছে।

 

চলনবিল অঞ্চলে জলবায়ুর বিরুপ প্রভাবে এখন পরিবেশবাদীদেরও ভাবিয়ে তুলছে। তারা বলছেন, একসময়ে চলমান জল প্রবাহের এই চলনবিলে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে এরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রুহাই গ্রামের প্রবীণ ব্যক্তি আনোয়ার হোসেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশকে বলেন, তিন থেকে সাড়ে তিন দশক পূর্বেও চলনবিলের মাঠ-ঘাট, নদীনালা, খাল-বিল জ্যৈষ্ঠ মাসের শেষে আষাঢ়ের প্রথম পানিতে ভরে থাকতো। তখন পানির ওপর নির্ভর করেই নৈসর্গিক চলনবিলে অপরুপ সাঁজে সেঁজে উঠতো।

একসময় চলনবিল পানির ওপর নির্ভর করে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও নওগাঁর আত্রাই এলাকার কৃষক প্রায় লক্ষাধিক হেক্টর জমিতে সাদা দিঘা, বরণ, মাটিয়া গড়ল, শরশরিয়া, লাউজাল, লালদিঘা সহ বিভিন্ন জাতের বোনা আমণ ধানের আবাদ করতেন। যে ধানের চাল ছিল যেমন পুষ্ঠিকর ও আবাদে কৃষকের উৎপাদন ব্যয়ও কম হতো।’ এমনটি জানিয়েছেন কৃষিবিদরা।

 

‘এছাড়া ১৯৮৬, ৮৭, ৮৮, ২০০৪ পর্যন্ত অস্বাভাবিক বন্যার পর ২১ বছরেও চলনবিলাঞ্চলে স্বাভাবিক বন্যাই হয়নি বললেই চলে। আশির দশক থেকে ২০০৪ সাল পর্যন্ত বর্ষা মৌসুমে চলনবিল এলাকায় ৭০০ থেকে ৭৫০ বর্গ কিলোমিটার এলাকায় বন্যার পানির বিস্তৃতি থাকলেও এখন ভরা মৌসুমে পানির বিস্তৃতি ৩০০ থেকে সাড়ে ৩০০ কিলোমিটারের বেশি নয়। গত এক দশকে তাও নেই বললেই চলে।’ যোগ করেন তিনি।

 

চলনবিলের পানির ওপর নির্ভর করে ৫ থেকে ৬ মাস জেলেরা মাছ শিকারে ব্যস্ত থাকতেন। মূলত তারা এখন বেকার। আর স্থানীয় মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, একসময় চলনবিলের দেশীয় প্রজাতির সুস্বাদু মিঠা পানির মাছ এলাকার চাহিদা পূরণ করতে সে সময়ে বড় একটা ভূমিকা রাখতো। চলনবিলের কৈ, শিং, মাগুর, পাবদা, ট্যাংরাসহ ৩০-৩৫ প্রজাতির মাছ এলাকার মানুষের মাছের চাহিদা দেশের বিভিন্ন শহরে উচ্চ মূল্যে বিক্রি হতো। কিন্তু বর্তমান অবস্থা ১০-১৫ প্রজাতির মাছ বিলুপ্তি হওয়ার পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন ২৫ থেকে ৩০ ভাগ কমে গেছে।

 

আবার চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত খড়স্রোতা নদী গুমানী, আত্রাই, গুড়, করতোয়া, বড়াল, ভদ্রাবতী, চিকনাই, বানগঙ্গা, বারনই, তেলকুপি, চেচুয়ার সহ ৩৯টি নদী নিমাইচড়া খাল, ভাসানীর খাল, হক সাহেবের খাল, উলিপুরের খাল, কিশোর খালী খাল, সাঙ্গুয়া খাল, দোবিলার খাল, বেহুলার খাড়ি, বাঁকাই খাল, গোহালা খাল, গাঁঢ়াবাড়ী খাল, বিদ্যাধার খাল, দারুখালী খাল, বিলসূর্য্য, কুমারডাঙ্গা, কিনু সরকারের ধর, পানাউল্লার খাল, জানিগাছার জলা ও কাটেঙ্গার খালের আর বর্তমানে চলনবিলের মাঠ-ঘাটে নেই কাঙ্ক্ষিত পানি।

 

চলনবিলে নির্দিষ্ট সময়ে পানি না আসার কারণ প্রসঙ্গে চলনবিল বাঁচাও আন্দোলন নামের সংগঠনের সদস্য সচিব মিজানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন ছাড়াও অ-পরিকল্পিত রাস্তাঘাট, যত্রতত্র পুকুর খনন, বাঁধ নির্মাণ, দখল অন্যতম কারণ। আর এক যুগ চলনবিলে আষাঢ় মাসেও পানি শূন্য থাকাটা জলবায়ু পরিবর্তনের অশনিসংকেত। তাই চলনবিলকে বাঁচাতে কার্যকর উদ্দ্যোগ জরুরি হয়ে পড়েছে।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম দৈনিক উজ্জীবিত বাংলাদেশকে বলেন, বর্তমান সময়ে আবহাওয়া ও জলবায়ুর পরির্তনের প্রভাব চলনবিল এলাকায়ও লক্ষণীয়। তাই চলনবিলের মানুষের অনেকেরই পেশার পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। অন্য পেশায় চলে যাচ্ছেন জীবন-জীবিকার তাগিদেই।

 

 

সর্বশেষ সংবাদ



» নারায়ণগঞ্জে ৫টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫৭ জন

» না.গঞ্জ-৪ আসনে নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী মাও. জাব্বার

» কুষ্টিয়া-৪ আসনে সংসদ নির্বাচনে নৈশপ্রহরী খাইরুল

» নেত্রকোনা-৪ আসনে বিএনপি থেকে বাবর ও স্বতন্ত্র থেকে তার স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

» জামালপুর-১ আসনে হাত পাখার প্রার্থীর মনোনয়ন দাখিল

» আমতলীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত বিপাকে খেটে খাওয়া মানুষ

» যশোর-১ আসনে তৃপ্তির মনোনয়ন ফেরানোর দাবিতে কান্না ও ক্ষোভ

» ফতুল্লায় শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার গ্রেফতার

» মাদক ব্যবসায়ী জিলানীর ফেষ্টুন শোভা পাচ্ছে ফতুল্লা মডেল থানার প্রবেশদ্বারে

» যশোর এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শুকিয়ে যাচ্চে চলনবিল, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত কৃষি

শেয়ার করুন...

রাশিদা বেগম, তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে ফিরে: চারদিকে খাঁ খাঁ করছে। কাঙ্ক্ষিত পানি নেই চলনবিলে। বৃহত্তর চলনবিল অঞ্চলে বর্ষা বা বন্যার পানি না থাকায় মাঠ-ঘাট শুকিয়ে যাচ্ছে। যাতে করে চলতি রোপা আমনের আবাদের কৃষকদের কৃষিকাজে ছন্দপতন ঘটছে। আর সাম্প্রতিক বছরগুলোতে অসময়ে বৃষ্টি, অনাবৃষ্টি, অস্বাভাবিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় জলবায়ু বিরুপ প্রভাব দেখা যাচ্ছে। এর প্রভাবে চলনবিলাঞ্চলের মানুষের জীবন-জীবিকায় পরিবর্তন আসছে।

 

চলনবিল অঞ্চলে জলবায়ুর বিরুপ প্রভাবে এখন পরিবেশবাদীদেরও ভাবিয়ে তুলছে। তারা বলছেন, একসময়ে চলমান জল প্রবাহের এই চলনবিলে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে এরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রুহাই গ্রামের প্রবীণ ব্যক্তি আনোয়ার হোসেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশকে বলেন, তিন থেকে সাড়ে তিন দশক পূর্বেও চলনবিলের মাঠ-ঘাট, নদীনালা, খাল-বিল জ্যৈষ্ঠ মাসের শেষে আষাঢ়ের প্রথম পানিতে ভরে থাকতো। তখন পানির ওপর নির্ভর করেই নৈসর্গিক চলনবিলে অপরুপ সাঁজে সেঁজে উঠতো।

একসময় চলনবিল পানির ওপর নির্ভর করে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও নওগাঁর আত্রাই এলাকার কৃষক প্রায় লক্ষাধিক হেক্টর জমিতে সাদা দিঘা, বরণ, মাটিয়া গড়ল, শরশরিয়া, লাউজাল, লালদিঘা সহ বিভিন্ন জাতের বোনা আমণ ধানের আবাদ করতেন। যে ধানের চাল ছিল যেমন পুষ্ঠিকর ও আবাদে কৃষকের উৎপাদন ব্যয়ও কম হতো।’ এমনটি জানিয়েছেন কৃষিবিদরা।

 

‘এছাড়া ১৯৮৬, ৮৭, ৮৮, ২০০৪ পর্যন্ত অস্বাভাবিক বন্যার পর ২১ বছরেও চলনবিলাঞ্চলে স্বাভাবিক বন্যাই হয়নি বললেই চলে। আশির দশক থেকে ২০০৪ সাল পর্যন্ত বর্ষা মৌসুমে চলনবিল এলাকায় ৭০০ থেকে ৭৫০ বর্গ কিলোমিটার এলাকায় বন্যার পানির বিস্তৃতি থাকলেও এখন ভরা মৌসুমে পানির বিস্তৃতি ৩০০ থেকে সাড়ে ৩০০ কিলোমিটারের বেশি নয়। গত এক দশকে তাও নেই বললেই চলে।’ যোগ করেন তিনি।

 

চলনবিলের পানির ওপর নির্ভর করে ৫ থেকে ৬ মাস জেলেরা মাছ শিকারে ব্যস্ত থাকতেন। মূলত তারা এখন বেকার। আর স্থানীয় মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, একসময় চলনবিলের দেশীয় প্রজাতির সুস্বাদু মিঠা পানির মাছ এলাকার চাহিদা পূরণ করতে সে সময়ে বড় একটা ভূমিকা রাখতো। চলনবিলের কৈ, শিং, মাগুর, পাবদা, ট্যাংরাসহ ৩০-৩৫ প্রজাতির মাছ এলাকার মানুষের মাছের চাহিদা দেশের বিভিন্ন শহরে উচ্চ মূল্যে বিক্রি হতো। কিন্তু বর্তমান অবস্থা ১০-১৫ প্রজাতির মাছ বিলুপ্তি হওয়ার পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন ২৫ থেকে ৩০ ভাগ কমে গেছে।

 

আবার চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত খড়স্রোতা নদী গুমানী, আত্রাই, গুড়, করতোয়া, বড়াল, ভদ্রাবতী, চিকনাই, বানগঙ্গা, বারনই, তেলকুপি, চেচুয়ার সহ ৩৯টি নদী নিমাইচড়া খাল, ভাসানীর খাল, হক সাহেবের খাল, উলিপুরের খাল, কিশোর খালী খাল, সাঙ্গুয়া খাল, দোবিলার খাল, বেহুলার খাড়ি, বাঁকাই খাল, গোহালা খাল, গাঁঢ়াবাড়ী খাল, বিদ্যাধার খাল, দারুখালী খাল, বিলসূর্য্য, কুমারডাঙ্গা, কিনু সরকারের ধর, পানাউল্লার খাল, জানিগাছার জলা ও কাটেঙ্গার খালের আর বর্তমানে চলনবিলের মাঠ-ঘাটে নেই কাঙ্ক্ষিত পানি।

 

চলনবিলে নির্দিষ্ট সময়ে পানি না আসার কারণ প্রসঙ্গে চলনবিল বাঁচাও আন্দোলন নামের সংগঠনের সদস্য সচিব মিজানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন ছাড়াও অ-পরিকল্পিত রাস্তাঘাট, যত্রতত্র পুকুর খনন, বাঁধ নির্মাণ, দখল অন্যতম কারণ। আর এক যুগ চলনবিলে আষাঢ় মাসেও পানি শূন্য থাকাটা জলবায়ু পরিবর্তনের অশনিসংকেত। তাই চলনবিলকে বাঁচাতে কার্যকর উদ্দ্যোগ জরুরি হয়ে পড়েছে।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম দৈনিক উজ্জীবিত বাংলাদেশকে বলেন, বর্তমান সময়ে আবহাওয়া ও জলবায়ুর পরির্তনের প্রভাব চলনবিল এলাকায়ও লক্ষণীয়। তাই চলনবিলের মানুষের অনেকেরই পেশার পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। অন্য পেশায় চলে যাচ্ছেন জীবন-জীবিকার তাগিদেই।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD