মশাহিদ আহমদ, মৌলভীবাজার : রাজনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে আজ ২৭ ফেব্রুয়ারি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন- রাজনগর থানার পুলিশ ফোর্স। অভিযানকালে হরিপাশা বাজারে অবস্থিত মিতালী ফামের্সীকে ৪ শত টাকা, তারাপাশা বাজারে অবস্থিত তপু ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, কামারচাক বাজারে অবস্থিত সোনিয়া ষ্টোরকে ৩ শত টাকাসহ মোট ২ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উক্ত অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া সহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।