স্টাফ রিপোর্টারঃ- সোনারগাঁও উপজেলাধীন কাঁচপুর ইউনিয়ন তাঁতী লীগের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন সোনারগাঁও উপজেলা তাঁতী লীগের সভাপতি হাজী বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। রবিবার সোনারগাঁও উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ অত্র ইউনিয়ন কমিটির নেতা-কর্মীদের উপস্থিতিতে এ কমিটির অনুমোদন দেন। মাজহারুল ইসলাম দেওয়ানকে সভাপতি, জুয়েল রানাকে সাধারণ সম্পাদক, কামাল হোসেন, সুমন ভূঁইয়া ও সোহাগ চৌধুরীকে সহ-সভাপতি ও রাজু খন্দকারকে যুগ্ম সাধারণ সম্পাদক পদ দিয়ে কাঁচপুর ইউনিয়ন তাঁতী লীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনের কপি উপস্থিত নেতা-কর্মীদের হাতে তুলে দেয়া হয়। অনুমোদন কপি হস্তান্তরের প্রাক্কালে এক সংক্ষিপ্ত বক্তৃতায় সোনারগাঁও উপজেলা তাঁতী লীগের সভাপতি হাজী বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তাদের বক্তব্যে বলেন ‘কাঁচপুর ইউনিয়ন তাঁতী লীগের আংশিক কমিটি দিতে পেরে আজ আমরা সকলে আনন্দিত এবং নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানাব আপনারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা জমা দিন এবং আমরা যাচাই বাছাই করে তখন সম্পূর্ণ কমিটির নামের তালিকা ঘোষণা করব। আমরা পরীক্ষিত, দক্ষ, সংগঠনের প্রতি নিবেদিত প্রাণ ও সত্যিকার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হাইব্রীডমুক্ত বঙ্গবন্ধুর সৈনিকদের অত্র কমিটিগুলোতে স্থান দিতে চাই’।