স্টাফ রিপোর্টারঃ- আগামী ৩১শে মার্চ অনুষ্ঠেয় সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে ইসলামী ঐক্যজোট কর্তৃক মনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতি রহমতুল্লাহ বোখারী গতকাল সোমবার মনোনয়ন জমার শেষ দিনে উপজেলা রিটার্নিং অফিসারের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্র জমাদানকালে হাফেজ জালাল উদ্দিন, হাফেজ মনির হোসেন, হাফেজ জাকারিয়া, মাওলানা মনির হোসেন, মাওলানা আবু সাঈদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা তার সাথে উপস্থিত ছিলেন। মনোনয়ন জমাদান শেষে তিনি সাংবাদিকদের জানান, যোগ্যতা ও দক্ষতা দেখে একজন পরিচ্ছন্ন ব্যক্তিকে সোনারগাঁয়ের সকল ভোটার নিজের মূল্যবান ভোটটি প্রদান করবেন বলে আমার প্রত্যাশা। সেক্ষেত্রে সোনারগাঁওবাসীর কল্যাণে আমি কাজ করতে পারব এবং ভোটাররা আমাকে সমর্থন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। নির্বাচিত হলে একটি আধুনিক সোনারগাঁও গড়ে তোলার পাশাপাশি ইসলামীক আইন, নীতি ও আদর্শ অনুসরণ করে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ভূমিদস্যুতা, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সোনারগাঁও গড়ে তুলতে আমার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চলমান থাকবে ইনশাল্লাহ’।