আগামীকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রাজধানীর আগারগাঁয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, বিএসইসি আয়োজিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের তথ্য তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আগামী ২৮ মার্চ রাজধানী ঢাকায় এবং ৩০ মার্চ চট্টগ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকায় অনুষ্ঠেয় কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
আর চট্টগ্রামের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।





















