বনানীর অগ্নিকাণ্ডে নিহতের নাম-ঠিকানা প্রকাশ

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

রাজধানীর অভিজাত এলাকা বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২৫ জন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে সর্বশেষ তথ্যে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আরো জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত আর কোনো নিখোঁজ নেই।

 

নিহত ২৫ জনের একটি তালিকা গণমাধ্যমের কাছে হাতে এসেছে। পুলিশের বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) গুলশান আরা এই তালিকা সরবরাহ করেছেন।

 

এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের লাশ উদ্ধার করা গেছে এবং তাদের শনাক্ত করাও সম্ভব হয়েছে। এদের মধ্যে ২৪ জনের লাশ ইতোমধ্যে তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। জটিলতার কারণে একটি লাশ এখনও হস্তান্তর করা হয়নি।

 

এর আগে ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ আজ সকালে এফ আর টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে। তাঁকেও শনাক্ত করা হয়েছে। সেটিও হস্তান্তর করা হবে।

 

বৃহস্পতিবার (২৮ মার্চ)দুপুরে বনানীর ২২ তলা ভবনটিতে আগুন লাগে। আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। এর পরই একের পর লাশ বের করে আনা হয়। রাতে পুলিশের পক্ষ থেকে ২৫ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা গণমাধ্যমে জানানো হয়। পরে সকালে ২৫ জনের লাশের তথ্য নিশ্চিত হওয়া যায়।

 

নিহতদের নাম ও ঠিকানা:

১. ইফতিয়ার হোসেন মিঠু (৩৭), পিতা-মো. ইছহাক, ঠিকানা-বানিয়াপাড়া, কুমারখালী, কুষ্টিয়া; ২. শেখ জারিন তাসনিম বৃষ্টি (২৫), পিতা-শেখ মোজাহিদুল ইসলাম, ঠিকানা-বেস্টপাড়া, মেইন রোড, থানা-যশোর বর্তমানে-৮৪/১ খিলক্ষেত বটতলা, খিলক্ষেত, ঢাকা; ৩. মো. ফজলে রাব্বী (৩০), পিতা-মো. জহিরুল হক, উত্তর ভূঁইঘর, থানা-ফতুল্লা, নারায়ণগঞ্জ; ৪. আতিকুর রহমান (৪২), পিতা-মৃত. আবদুল কাদির মির্জা, সাং-পূর্ব সারেনগা শৈলাপাড়া, থানা-পালং, জেলা-শরীয়তপুর, (বর্তমানে থাকতেন আমতলা, মানিকদী, ক্যান্টনমেন্ট, ঢাকা); ৫. আনজিব সিদ্দীকি আবির (২৭), পিতা-আবু বক্কর সিদ্দিকী, সাং-কলেজ রোড, পাটগ্রাম, জেলা-লালমনিরহাট, (বর্তমানে থাকতেন ৮৫ মধ্য পাইকপাড়া, মিরপুর, ঢাকা; ৬. আবদুল্লাহ আল ফারুক (৬২), পিতা-মৃত মকবুল আহম্মেদ, সাং-পূর্ববগাইর, থানা-ডেমরা, জেলা- ঢাকা; ৭. রুমকি আক্তার, স্বামী-মাকসুদুর রহমান, সাং-জলঢাকা, নীলফামারী; ৮. মো. মঞ্জুর হাসান (৪৯), পিতা-মৃত মনসুর রহমান, সাং-বোয়ালিয়া, থানা-নওগাঁ, জেলা-নওগাঁ (বর্তমানে থাকতেন ছাপড়া মসজিদ, ইব্রাহিমপুর, থানা-কাফরুল, ঢাকা); ৯. মো. আমির হোসেন রাব্বী (২৯), পিতা-মো. আইয়ুব আলী, সাং-গাঙ্গহাটি (চরপাড়া), থানা- আতাইকুলা, জেলা-পাবনা, (বর্তমানে বাসা-২৩, রোড-৯, ব্লক-এ, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা); ১০. সৈয়দা আমিনা ইয়াসমিন, পিতা সৈয়দ মহিউদ্দিন আহম্মেদ, গ্রাম-রামপাশা, কেরামতনগর, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, (বর্তামানে থাকতেন এ/পি-২০৬ কাফরুল, ঢাকা; ১১. মো. মনির হোসেন সর্দার (৫২), পিতা-মৃত মোতাহার হোসেন সর্দার, সাং-উত্তর কড়াপুর (সর্দারবাড়ী, থানা- বিমানবন্দর, জেলা বরিশাল, (বর্তমানে থাকতেন ৬৮৫/২, মোল্লার রোড, পূর্ব মনিপুর, ঢাকা); ১২. মো. মাকসুদুর রহমান (৩২), পিতা-মৃত মিজানুর রহমান, সাং-১১ নম্বর আলমগঞ্জ, থানা- গেণ্ডারিয়া, জেলা-ঢাকা; ১৩. আবদুল্লাহ আল মামুন (৪০), পিতা-মৃত আলহাজ আবুল কাশেম, সাং- বাসা-১৫/৬/২, রোড-১, কল্যাণপুর, থানা-মিরপুর, ঢাকা-১২১৬; ১৪. মো. মোস্তাফিজুর রহমান (৩৬), পিতা-মৃত আবদুর রশিদ মুন্সি, সাং-চতরা, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, (বর্তমানে থাকতেন বাসা নম্বর-২/এ/২/১৬/, মিরপুর-২, ঢাকা); ১৫. মো. মিজানুর রহমান, সাং-কোদলা, থানা-তেরখাদা, জেলা-খুলনা (বর্তমান ঠিকানা হেরিটেজ এয়ার এক্সপ্রেস, এফআর টাওয়ার ১০ তলা, রোড নং-১৭, বনানী ঢাকা); ১৬. ফ্লোরিডা খানম পলি (৪৫), স্বামী-ইউসুফ ওসমান, বাসা-২, রোড-৪, রূপনগর হাউজিং, থানা-রূপনগর, ঢাকা; ১৭. আতাউর রহমান (৬২), পিতা-মৃত হাবিবুর রহমান, বাসা-১৭/২, তাজমহল রোড, ব্লক-সি, থানা-মোহাম্মদপুর, ঢাকা; ১৮. মো. রেজাউল করিম রাজু (৪০), পিতা-নাজমুল হাসান, সাং-দক্ষিণ নাগদা, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর (বর্তমানে থাকতেন বাড়ি নম্বর-১৬, রোড-২৩, ফ্ল্যাট বি/২, বনানী, ঢাকা); ১৯. আহম্মদ জাফর (৫৯), পিতা- মৃত হাজি হেলাল উদ্দিন, সাং-নবীনগর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ২০. জেবুন্নেছা (৩০), পিতা-আবদুল ওয়াহাব, সাং-লক্ষ্মীনারায়ণপুর, থানা-বেগমগঞ্জ, নোয়াখালী (বর্তমানে থাকতেন ৬৬/৩, পশ্চিম রাজাবাজার, থানা-শেরেবাংলা, ঢাকা); ২১. মো. সালাউদ্দিন মিঠু (২৫), পিতা-সামসুউদ্দিন, বাসা-৩৪৯, মধুবাগ মগবাজার, রমনা, ঢাকা; ২২. নাহিদুল ইসলাম তুষার (৩৫), পিতা-মো. ইছাহাক আলী, সাং-ভানুয়ানগর, থানা-মির্জাপুর, টাঙ্গাইল; ২৩. তানজিলা মৌলি (২৫), স্বামী-রায়হানুল ইসলাম, সাং-সান্তাহার বলিপুর, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া (বর্তমানে থাকতেন মিতালী হাউজিং দক্ষিণ কাফরুল, বাড়ি ই/৩, কাফরুল, ঢাকা); ২৪. মো. পারভেজ সাজ্জাদ (৪৬), পিতা-মৃত নজরুল ইসলাম মৃধা, সাং-বালুগ্রাম, কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ; ২৫. নিরস চন্দ্র (৩৫), পিতা-বিগনা রাজা, সাং-শ্রীলংকা (বর্তমানে থাকতেন বাসা- ৭৬, রোড-১৮, ব্লক-এ, বনানী, ঢাকা)।

প্রসঙ্গত, বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে দুই রকম তথ্য এসেছে ফায়ার সার্ভিস ও পুলিশের কাছ থেকে।এ ঘটনায় আরও ৭৬ জন আহত হয়েছেন বা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার সুবীর রঞ্জন দাস বৃহস্পতিবার রাত ১টায় বলেন, থানা থেকে পাওয়া হিসাব অনুযায়ী ২৫ জনের মৃত্যুর তথ্য রয়েছে তার কাছে। তবে নিহতদের তালিকা তার হাতে নেই।

 

একই সময়ে ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, তারা ১৯ জনের মৃতদেহের তথ্য পেয়েছেন। তিনিও নিহতদের পূর্ণাঙ্গ তালিকা জানাতে পারেননি।

 

রাত ১১টা ০৫ মিনিটের দিকে ঘটনাস্থলে স্থাপিত ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মৃতের সংখ্যা ২৫।

 

সংবাদকর্মীরা তৎক্ষণাৎ সেই সংবাদ প্রকাশও করেন। কিন্তু ১১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খুরশিদ আলম মৃতের সংখ্যা কমিয়ে দেন। তখন জানানো হয়, মৃতের সংখ্যা ১৯। খুরশিদ আলম বলেন, একই লাশ দুবার করে গণনা হওয়ার কারণে এমন বিভ্রান্তি হয়েছে। সংখ্যাটা আসলে ১৯ হবে, ২৫ নয়।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

» মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায় শ্রমিকলীগ নেতার উপর হামলা, অফিস ও গাড়ি ভাঙচুর

» দক্ষিণ কেরানীগঞ্জে অপহরণ মামলার আসামি, থানা থেকে মুক্তি

» দক্ষিণ কেরানীগঞ্জে অপহরণ মামলার আসামি, থানা থেকে মুক্তি

» দক্ষিণ কেরানীগঞ্জে অপহরণ মামলার আসামি, থানা থেকে জামাই আদরে মুক্তি

» আমতলীতে ক্ষেতের তরমুজ কুপিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা!

» আদর্শ নগর ইউনিট আওয়ামী লীগের আয়োজনে প্রত্যাশার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

» আমতলীতে ওজনে কারচুপি করায় পেট্রোল পাম্পে লাখ টাকা জরিমানা

» যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩২ পিস সোনার বারসহ আটক ২

» নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, খ্রিষ্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বনানীর অগ্নিকাণ্ডে নিহতের নাম-ঠিকানা প্রকাশ

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

রাজধানীর অভিজাত এলাকা বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২৫ জন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে সর্বশেষ তথ্যে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আরো জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত আর কোনো নিখোঁজ নেই।

 

নিহত ২৫ জনের একটি তালিকা গণমাধ্যমের কাছে হাতে এসেছে। পুলিশের বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) গুলশান আরা এই তালিকা সরবরাহ করেছেন।

 

এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের লাশ উদ্ধার করা গেছে এবং তাদের শনাক্ত করাও সম্ভব হয়েছে। এদের মধ্যে ২৪ জনের লাশ ইতোমধ্যে তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। জটিলতার কারণে একটি লাশ এখনও হস্তান্তর করা হয়নি।

 

এর আগে ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ আজ সকালে এফ আর টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে। তাঁকেও শনাক্ত করা হয়েছে। সেটিও হস্তান্তর করা হবে।

 

বৃহস্পতিবার (২৮ মার্চ)দুপুরে বনানীর ২২ তলা ভবনটিতে আগুন লাগে। আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। এর পরই একের পর লাশ বের করে আনা হয়। রাতে পুলিশের পক্ষ থেকে ২৫ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা গণমাধ্যমে জানানো হয়। পরে সকালে ২৫ জনের লাশের তথ্য নিশ্চিত হওয়া যায়।

 

নিহতদের নাম ও ঠিকানা:

১. ইফতিয়ার হোসেন মিঠু (৩৭), পিতা-মো. ইছহাক, ঠিকানা-বানিয়াপাড়া, কুমারখালী, কুষ্টিয়া; ২. শেখ জারিন তাসনিম বৃষ্টি (২৫), পিতা-শেখ মোজাহিদুল ইসলাম, ঠিকানা-বেস্টপাড়া, মেইন রোড, থানা-যশোর বর্তমানে-৮৪/১ খিলক্ষেত বটতলা, খিলক্ষেত, ঢাকা; ৩. মো. ফজলে রাব্বী (৩০), পিতা-মো. জহিরুল হক, উত্তর ভূঁইঘর, থানা-ফতুল্লা, নারায়ণগঞ্জ; ৪. আতিকুর রহমান (৪২), পিতা-মৃত. আবদুল কাদির মির্জা, সাং-পূর্ব সারেনগা শৈলাপাড়া, থানা-পালং, জেলা-শরীয়তপুর, (বর্তমানে থাকতেন আমতলা, মানিকদী, ক্যান্টনমেন্ট, ঢাকা); ৫. আনজিব সিদ্দীকি আবির (২৭), পিতা-আবু বক্কর সিদ্দিকী, সাং-কলেজ রোড, পাটগ্রাম, জেলা-লালমনিরহাট, (বর্তমানে থাকতেন ৮৫ মধ্য পাইকপাড়া, মিরপুর, ঢাকা; ৬. আবদুল্লাহ আল ফারুক (৬২), পিতা-মৃত মকবুল আহম্মেদ, সাং-পূর্ববগাইর, থানা-ডেমরা, জেলা- ঢাকা; ৭. রুমকি আক্তার, স্বামী-মাকসুদুর রহমান, সাং-জলঢাকা, নীলফামারী; ৮. মো. মঞ্জুর হাসান (৪৯), পিতা-মৃত মনসুর রহমান, সাং-বোয়ালিয়া, থানা-নওগাঁ, জেলা-নওগাঁ (বর্তমানে থাকতেন ছাপড়া মসজিদ, ইব্রাহিমপুর, থানা-কাফরুল, ঢাকা); ৯. মো. আমির হোসেন রাব্বী (২৯), পিতা-মো. আইয়ুব আলী, সাং-গাঙ্গহাটি (চরপাড়া), থানা- আতাইকুলা, জেলা-পাবনা, (বর্তমানে বাসা-২৩, রোড-৯, ব্লক-এ, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা); ১০. সৈয়দা আমিনা ইয়াসমিন, পিতা সৈয়দ মহিউদ্দিন আহম্মেদ, গ্রাম-রামপাশা, কেরামতনগর, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, (বর্তামানে থাকতেন এ/পি-২০৬ কাফরুল, ঢাকা; ১১. মো. মনির হোসেন সর্দার (৫২), পিতা-মৃত মোতাহার হোসেন সর্দার, সাং-উত্তর কড়াপুর (সর্দারবাড়ী, থানা- বিমানবন্দর, জেলা বরিশাল, (বর্তমানে থাকতেন ৬৮৫/২, মোল্লার রোড, পূর্ব মনিপুর, ঢাকা); ১২. মো. মাকসুদুর রহমান (৩২), পিতা-মৃত মিজানুর রহমান, সাং-১১ নম্বর আলমগঞ্জ, থানা- গেণ্ডারিয়া, জেলা-ঢাকা; ১৩. আবদুল্লাহ আল মামুন (৪০), পিতা-মৃত আলহাজ আবুল কাশেম, সাং- বাসা-১৫/৬/২, রোড-১, কল্যাণপুর, থানা-মিরপুর, ঢাকা-১২১৬; ১৪. মো. মোস্তাফিজুর রহমান (৩৬), পিতা-মৃত আবদুর রশিদ মুন্সি, সাং-চতরা, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, (বর্তমানে থাকতেন বাসা নম্বর-২/এ/২/১৬/, মিরপুর-২, ঢাকা); ১৫. মো. মিজানুর রহমান, সাং-কোদলা, থানা-তেরখাদা, জেলা-খুলনা (বর্তমান ঠিকানা হেরিটেজ এয়ার এক্সপ্রেস, এফআর টাওয়ার ১০ তলা, রোড নং-১৭, বনানী ঢাকা); ১৬. ফ্লোরিডা খানম পলি (৪৫), স্বামী-ইউসুফ ওসমান, বাসা-২, রোড-৪, রূপনগর হাউজিং, থানা-রূপনগর, ঢাকা; ১৭. আতাউর রহমান (৬২), পিতা-মৃত হাবিবুর রহমান, বাসা-১৭/২, তাজমহল রোড, ব্লক-সি, থানা-মোহাম্মদপুর, ঢাকা; ১৮. মো. রেজাউল করিম রাজু (৪০), পিতা-নাজমুল হাসান, সাং-দক্ষিণ নাগদা, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর (বর্তমানে থাকতেন বাড়ি নম্বর-১৬, রোড-২৩, ফ্ল্যাট বি/২, বনানী, ঢাকা); ১৯. আহম্মদ জাফর (৫৯), পিতা- মৃত হাজি হেলাল উদ্দিন, সাং-নবীনগর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ২০. জেবুন্নেছা (৩০), পিতা-আবদুল ওয়াহাব, সাং-লক্ষ্মীনারায়ণপুর, থানা-বেগমগঞ্জ, নোয়াখালী (বর্তমানে থাকতেন ৬৬/৩, পশ্চিম রাজাবাজার, থানা-শেরেবাংলা, ঢাকা); ২১. মো. সালাউদ্দিন মিঠু (২৫), পিতা-সামসুউদ্দিন, বাসা-৩৪৯, মধুবাগ মগবাজার, রমনা, ঢাকা; ২২. নাহিদুল ইসলাম তুষার (৩৫), পিতা-মো. ইছাহাক আলী, সাং-ভানুয়ানগর, থানা-মির্জাপুর, টাঙ্গাইল; ২৩. তানজিলা মৌলি (২৫), স্বামী-রায়হানুল ইসলাম, সাং-সান্তাহার বলিপুর, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া (বর্তমানে থাকতেন মিতালী হাউজিং দক্ষিণ কাফরুল, বাড়ি ই/৩, কাফরুল, ঢাকা); ২৪. মো. পারভেজ সাজ্জাদ (৪৬), পিতা-মৃত নজরুল ইসলাম মৃধা, সাং-বালুগ্রাম, কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ; ২৫. নিরস চন্দ্র (৩৫), পিতা-বিগনা রাজা, সাং-শ্রীলংকা (বর্তমানে থাকতেন বাসা- ৭৬, রোড-১৮, ব্লক-এ, বনানী, ঢাকা)।

প্রসঙ্গত, বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে দুই রকম তথ্য এসেছে ফায়ার সার্ভিস ও পুলিশের কাছ থেকে।এ ঘটনায় আরও ৭৬ জন আহত হয়েছেন বা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার সুবীর রঞ্জন দাস বৃহস্পতিবার রাত ১টায় বলেন, থানা থেকে পাওয়া হিসাব অনুযায়ী ২৫ জনের মৃত্যুর তথ্য রয়েছে তার কাছে। তবে নিহতদের তালিকা তার হাতে নেই।

 

একই সময়ে ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, তারা ১৯ জনের মৃতদেহের তথ্য পেয়েছেন। তিনিও নিহতদের পূর্ণাঙ্গ তালিকা জানাতে পারেননি।

 

রাত ১১টা ০৫ মিনিটের দিকে ঘটনাস্থলে স্থাপিত ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মৃতের সংখ্যা ২৫।

 

সংবাদকর্মীরা তৎক্ষণাৎ সেই সংবাদ প্রকাশও করেন। কিন্তু ১১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খুরশিদ আলম মৃতের সংখ্যা কমিয়ে দেন। তখন জানানো হয়, মৃতের সংখ্যা ১৯। খুরশিদ আলম বলেন, একই লাশ দুবার করে গণনা হওয়ার কারণে এমন বিভ্রান্তি হয়েছে। সংখ্যাটা আসলে ১৯ হবে, ২৫ নয়।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD