উজ্জীবিত বিডি ডটকম:- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বনানির কামাল আতার্তুক অ্যাভিনিউয়ে আগুন যখন লেগেছে, তখন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আগুনের ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন।
কার কেমন ক্ষতি হচ্ছে এবং সেখানকার সর্বশেষ অবস্থা কেমন, সব তথ্য প্রধানমন্ত্রী নিয়েছেন। এমনকি ফায়ার সার্ভিস হতে শুরু করে সব বাহিনীকে উনি যথাটাইমে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ তায় প্রায় পাঁচ ঘন্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। নয়তো আরো দেরি হতো। যার ফলে রাত দশটায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিল্ডিংয়ের নকশার অনুমতি ছিলো ১৫ তলা। আর সে সময় অনুমতির তোয়াক্কা না করে ভবন মালিক তা আরো ৫ তলা করেন। মাহবুবুল আলম হানিফ বলেন, ভবন মালিক যদি রাজউকের অনুমতি না মেনে ভবন বেশি তৈরি করেন এমন প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।