উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা নয়ামাটি এলাকা থেকে ৫৩ পিছ ইয়াবা সহ শাহাবুদ্দিন @পাখি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব- ১০ এর সদস্যরা।
গ্রেফতারকৃত পাখি নয়ামাটি এলাকার হানিফ মজুমদারের ছেলে ।
মঙ্গলবার(১৬ এপ্রিল ) রাত আনুমানিক ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১০ সদস্যরা পাগলা নয়ামাটি এলাকার এরশাদ হোসেন মাষ্টারের বাড়ি দ্বিতীয় তলার ছাদের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ।
এসময় ছাদে থাকা আরেক মাদক ব্যবসায়ী আজগর আলী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন ।