উজ্জীবিত বিডি ডটকম:- নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে গোটা নারায়ণগঞ্জ জেলার অপরাধীদের হালনাগাদ চলছে। সারা জেলায় কে কোথায় কি ধরনের অপরাধের সঙ্গে জরিত তাদের নিয়ে প্রস্তুত হচ্ছে আলাদা আলাদা প্রোফাইল।
জেলার সব কয়টি থানায় শীর্ষ সন্ত্রাসী হিসাবে একশোজনের একটি তালিকা এরই মাঝে প্রস্তুত করা হয়েছে। এরই মাঝে পর্যবেক্ষন করা হচ্ছে এসব সন্ত্রাসীদের গতিবিধি। এছাড়াও সারা জেলায় মাঠ পর্যায়ের সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। তাই সন্ত্রাসীরা যাই মনে করুক এবং যাই ভাবুক না কেনো তাদেরকে ধরা হবে মজবুত এভিডেন্স সহকারে। আর সন্ত্রাসীদের এই হালনাগাদ প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছেন প্রত্যেক থানার দক্ষ ও বিশেষজ্ঞ পুলিশ অফিসাররা।
গতকাল এসব তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্র। সূত্রটি আরো জানিয়েছে নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে যারা সন্ত্রাসী কর্মকান্ড করেও পাড় পেয়ে গেছে এবার তারা রয়েছে বিশেষ নজরধারীতে। এরই মাঝে তাদের অনেকের নামেই জিডি ও মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে কয়েকজন। অপারেশন চলবে।
সূত্রটি জানায় খোদ প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে যেকোন মুল্যে নারায়ণগঞ্জকে একটি শান্তির জনপদ হিসাবে গড়ে তোলার। আর সেই লক্ষকে সামনে রেখেই পুলিশ সুপার হারুন অর রশিদ কাজ করে চলেছেন।
এদিকে পুলিশ সুপারের কঠোরতায় এরই মাঝে নারায়ণগঞ্জে অনেকটা কমে এসেছে সন্ত্রাস ও মাদক ব্যবসা। এরই মাঝে অনেক সন্ত্রাসী ধরা পরেছে। বাকীরা পালিয়ে বেড়াচ্ছে। আইনশৃংখলা বাহিনী এখন এতোটাই কঠোর অবস্থানে চলে গেছে যে এই শহরে যারা এখন রাজনীতির সাথে জরিত তারা সবাই চিন্তিত হয়ে পরেছে। কেনোনা ভুক্তভোগী যারাই এখন থানায় গিয়ে অভিযোগ করছেন পুলিশ তাদের বিরুদ্ধেই ব্যাবস্থা নিচ্ছে। 
ফলে নানা ভাবে এতোদিন যারা নির্যাতীত হয়ে এসেছে তারাই এখন সাহস সঞ্চার করে থানায় গিয়ে অভিযোগ দায়ের করছে। ফলে এই শহরের সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে এখন একের পর এক মামলা হচ্ছে।
এদিকে এরই মাঝে পুলিশের অভিযানে এমন অনেকে গ্রেফতার হয়েছে যে তারা কখনো গ্রেফতার হতে পারে এটা ছিলো সাধারন মানুষের ধারনার বাহিরে। এদের মাঝে অন্যতম হলেন কাউন্সিলর ডিস বাবু, জয়নাল প্লাজার মালিক আল জয়নাল, স্বিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা পিচ্ছি নজরুল, ফতুল্লার দূর্ধর্ষ সন্ত্রাসী মীরু (পরে জামিনপ্রাপ্ত) সহ আরো বেশ কয়েকজন। এছাড়া মামলা নেয়া হয়েছে ভুইঘর এলাকা ও রুপায়ন টাউনের ত্রাস হিসাবে পরিচিত ডন নাজিমুদ্দিন ও কুখ্যাত সন্ত্রাসী মীরু সহ আরো অনেকের বিরুদ্ধে। 
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বেশ আটাঘাট বেধেই সন্ত্রাস ও মাদক নির্মূল অভিযান পরিচালনা করছেন। তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন মহল থেকে বাহবাও পাচ্ছেন। এবার তিনি যেটা করছেন সেটা কার্যকর হলে একেবারেই পাল্টে যাবে নারায়ণগঞ্জ। তিনি একটি পজিটিভ নারায়ণগঞ্জ গড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানা গেছে।

						
								



















