স্টাফ রিপোর্টার:- সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত অর্থবছরের চেয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য প্রায় ৭লাখ টাকার বরাদ্দ বাড়িয়ে ১কোটি ১৩লাখ ১৬হাজার ৬’শ৪৫ টাকার এই বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান সায়ুব আলী জোয়ার্দ্দার।
সোমবার দুপুরে ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে এই বাজেট ঘোষনার সময় কৃষক-শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিক ও গন্যমান্য মানুষ উপস্থিতি ছিলেন। বাজেটে আয়-ব্যায় সমান দেখানো হয়েছে। গত অর্থ বছরে এখানে বাজেটের পরিমান ছিল ১কোটি ৬লাখ ৭২হাজার ২’শ টাকা। এবার বাজেটে বরাদ্ধ বেড়েছে প্রায় ৭লাখ টাকা। উন্মুক্ত এই বাজেট ঘোষনার সময় পরিষদের চেয়ারম্যান সায়ুব আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে সচিব শামসুন্নাহার, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও সাধারণ নাগরিকগন বাজেটের রাজস্ব, অনুদান, আয়-ব্যয়, নাগরিক সেবা সহ নানা বিষয়ে আলোচনা করেন ।