হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ও কাজীগঞ্জ বাজার তথা উত্তর নবীগঞ্জ এলাকাটি একটি জনবহুল এলাকা , এমনকি প্রবাসী অধ্যুশিত পরিচিত । প্রতিদিন হাজার হাজার লোক ইনাতগঞ্জ,কাজিগঞ্জ বাজার ,র্ফামবাজার ,এমনকি পার্শবর্তী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেরার ভিবিন্ন গ্রাম থেকে নবীগঞ্জ সদর এবং হবিগঞ্জ সদর এমনকি রাজাধানী ঢাকাতেও নবীগঞ্জ হয়ে যেথে হয়। এক মাত্র সি,এন,জি,মিনিবাস,টমটম গাড়ীই যোগাযোগের মাধ্যম । যোগাযোগ ব্যবস্থা এত নাজুক যে, নবীগঞ্জ থানার পয়েন্ট থেকে কাজীর বাজার ,ইনাতগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার এমন অবস্থা হয়েছে যে কোন মুমূর্ষ রোগী বহন করে যেথে চায় তাহলে তার জন্য রয়েছে মহা বিপদ। মাত্র ১৩ কিঃ মিঃ রাস্তার মধ্যে হাজার হাজার গর্ত সৃস্টি হয়েছে যার কারনে প্রতিনিয়ত ঘটছে দৃর্ঘটনা। আর গাড়ীর অবস্থাত আরও বেহাল। ইচ্ছে থাকা সত্তেে গাড়ীর মালিকরা ভাল মানের গাড়ী রাস্তায় নামাতে সাহস পাচ্ছেনা। ৭ বছর ধরে এলাকাবাসী রাস্তা নির্মানের জন্য দাবী করে আসছেন কিন্তু কোন প্রতিনিধির নজরে আসছেনা। বিভিন্ন সময় জন প্রতিনিধিরা নির্বাচনের পূর্বে বিভিন্ন প্রতিশ্র“তি দিলেও নির্বাচনের পরে আর কোন খবর থান্না। এতে ভোগান্তি ভুগতে হেচ্ছে সাধারন জনগন ,স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রীদের।সাধারণ যাত্রীদের একটাই হতাশা কবে হবে এর সুরাহ। অত্র এলাকাবাসীর ,সাধারণ যাত্রী,স্কুল কলেজের ছাত্র/ছাত্রী,অফিসগামীরা জনপ্রতিনিধিদের সু দৃস্টি কামনা করছে।