অবরোধের সময়সীমা শেষ: ইলিশ শিকারে গভীর সমুদ্রে জেলেদের ফের যাত্রা

শেয়ার করুন...

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সাগর ও নদীতে দীর্ঘ ২২ দিন অবরোধ পালনের পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুর আলীপুর ও জেলে পল্লীগুলো ফের সরব হয়ে উঠেছে। সোমবার সকাল থেকে মাছ শিকারের উদ্দেশ্যে শত শত মাছ ধরা ট্রলার গভীর সমুদ্রে যাত্রা শুরু করেছে। কেউ সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে ইলিশ শিকার, পরিবহণ, মজুদ, বাজারজাত ও কেনা-বেচা নিষিদ্ধ ঘোষণা করেন মৎস্য বিভাগ। অবরোধ সফল করার লক্ষ্যে উপকূলের জেলেরা এ সময় মাছ ধরা বন্ধ রাখেন। ওইসব জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার জন্য নতুন ভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছেন। আবার মাছ শিকারে যাওয়ার আনন্দে বর্তমানে আড়ৎ ঘাটসহ উপকূলীয় জেলে পল্লীতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

 

স্থাণীয় জেলেদের সূত্রে জানা গেছে, ইলিশ প্রজনন মৌসুমের গত ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছেন সরকার। এছাড়া ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ২৮ অক্টোবর পর্যন্ত প্রজনন ক্ষেত্রের ইলিশ শিকার, পরিবহণ, মজুদ, বাজারজাত ও কেনা-বেচা নিষিদ্ধ ঘোষণা করেন। তাই অবরোধ সফল করার লক্ষ্যে উপকূলের জেলেরা দীর্ঘ এই সময় মাছ ধরা বন্ধ রাখে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, মৎস্য পল্লীর জেলেরা পুরাতন জাল মেরামত কিংবা নতুন জাল নিয়ে সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য ব্যস্ত রয়েছে। কেউ কেউ আবার নৌকা মেরামত করছে। অনেকে আগে ভাগেই তথা অবরোধকালীন সময়ে জাল ও নৌকা মেরামত করে নতুন ভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছেন।

 

জেলে মোশারেফ হোসেন জানান, অবরোধ শুরুর আগের দিন তারা মাছ ধরা বন্ধ করে গভীর সাগর থেকে ঘাটে ফিরে আসেন। পরের দিন বাড়িতে চলে যান। এই দীর্ঘ অবসর সময়টা কাটায় পরিবারের সাথে। তাদের ট্রলারের ১৭ জন জেলে সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়ে মহাজনের আড়তে ফের ফিরে এসেছেন। মহিপুরের শাহানা ফিস আড়তের মালিক ইলিয়াস রেজা বলেন, অনেক দিন মাছ ধরা বন্ধ ছিল। আড়ৎ ঘাট প্রায় জনশূন্য ছিল। অবরোধের সময় শেষ হওয়ায় আবার আমরা মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছি। তবে অনেক জেলে ইলিশ মাছ ধরতে সাগরে রওনা হয়েছেন। ফের আড়ৎ ঘাটে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।

 

কুয়াকাটা আশার আলো মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি মো. নিজাম শেখ বলেন, সমিতির আওতায় উপকুলীয় এলাকার প্রায় ১ হাজার ৭’শ জেলে রয়েছে। কোন জেলেই অবরোধ অমান্য করে মাছ শিকার করতে যায়নি। প্রজনন মৌসুমের সুফল আমরা জেলে এবং আড়তদাররাই ভোগ করবো। এখন সাগরপাড়ের জেলেরা মাছ শিকারের জন্য প্রস্তুতি নিয়েছে। তবে আগের চেয়ে সমুদ্রে বেশি মাছ ধরা পরবে বলে তিনি জানান। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, উপজেলা প্রশাসন, নৌ-বাহিনী, কোষ্টগার্ড, পুলিশ ,নৌ-পুলিশ, জেলে ও আড়ৎদারসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবারের অবরোধ সফল হয়েছে।

সর্বশেষ সংবাদ



» আইসিসিএলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ন্যাশনাল ওয়াচ পার্টি অনুষ্ঠিত

» বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত

» বকশীগঞ্জে গার্মেন্টস কর্মী রুবাইয়া আক্তার বিনা হত্যার প্রতিবাদে মানববন্ধন

» কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

» হত্যা মামলার আসামী স্বদেশ ও ওসমান বাহিনীর সহযোগী রাহামনি প্রকাশ্যে

» ছাত্র-ছাত্রীদের পড়া লেখার পাশাপাশি আমরা ক্রীড়া ক্ষেত্রকে উৎসাহিত করব: গিয়াসউদ্দিন

» নেত্রকোনায় চাচা শ্বশুরকে বাবা এবং চাচি শাশুরিকে মা দেখিয়ে জন্মনিবন্ধন দেয়ার অভিযোগ 

» আমতলীতে আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ পালিত

» বকশীগঞ্জে মহিলা দলের উদ্যোগে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গনসংযোগ ও আলোচনা সভা

» কুতুবপুরে বেড়েই চলেছে ফারুকের অবৈধ গ্যাস সংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধের সময়সীমা শেষ: ইলিশ শিকারে গভীর সমুদ্রে জেলেদের ফের যাত্রা

শেয়ার করুন...

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সাগর ও নদীতে দীর্ঘ ২২ দিন অবরোধ পালনের পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুর আলীপুর ও জেলে পল্লীগুলো ফের সরব হয়ে উঠেছে। সোমবার সকাল থেকে মাছ শিকারের উদ্দেশ্যে শত শত মাছ ধরা ট্রলার গভীর সমুদ্রে যাত্রা শুরু করেছে। কেউ সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে ইলিশ শিকার, পরিবহণ, মজুদ, বাজারজাত ও কেনা-বেচা নিষিদ্ধ ঘোষণা করেন মৎস্য বিভাগ। অবরোধ সফল করার লক্ষ্যে উপকূলের জেলেরা এ সময় মাছ ধরা বন্ধ রাখেন। ওইসব জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার জন্য নতুন ভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছেন। আবার মাছ শিকারে যাওয়ার আনন্দে বর্তমানে আড়ৎ ঘাটসহ উপকূলীয় জেলে পল্লীতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

 

স্থাণীয় জেলেদের সূত্রে জানা গেছে, ইলিশ প্রজনন মৌসুমের গত ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছেন সরকার। এছাড়া ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ২৮ অক্টোবর পর্যন্ত প্রজনন ক্ষেত্রের ইলিশ শিকার, পরিবহণ, মজুদ, বাজারজাত ও কেনা-বেচা নিষিদ্ধ ঘোষণা করেন। তাই অবরোধ সফল করার লক্ষ্যে উপকূলের জেলেরা দীর্ঘ এই সময় মাছ ধরা বন্ধ রাখে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, মৎস্য পল্লীর জেলেরা পুরাতন জাল মেরামত কিংবা নতুন জাল নিয়ে সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য ব্যস্ত রয়েছে। কেউ কেউ আবার নৌকা মেরামত করছে। অনেকে আগে ভাগেই তথা অবরোধকালীন সময়ে জাল ও নৌকা মেরামত করে নতুন ভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছেন।

 

জেলে মোশারেফ হোসেন জানান, অবরোধ শুরুর আগের দিন তারা মাছ ধরা বন্ধ করে গভীর সাগর থেকে ঘাটে ফিরে আসেন। পরের দিন বাড়িতে চলে যান। এই দীর্ঘ অবসর সময়টা কাটায় পরিবারের সাথে। তাদের ট্রলারের ১৭ জন জেলে সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়ে মহাজনের আড়তে ফের ফিরে এসেছেন। মহিপুরের শাহানা ফিস আড়তের মালিক ইলিয়াস রেজা বলেন, অনেক দিন মাছ ধরা বন্ধ ছিল। আড়ৎ ঘাট প্রায় জনশূন্য ছিল। অবরোধের সময় শেষ হওয়ায় আবার আমরা মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছি। তবে অনেক জেলে ইলিশ মাছ ধরতে সাগরে রওনা হয়েছেন। ফের আড়ৎ ঘাটে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।

 

কুয়াকাটা আশার আলো মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি মো. নিজাম শেখ বলেন, সমিতির আওতায় উপকুলীয় এলাকার প্রায় ১ হাজার ৭’শ জেলে রয়েছে। কোন জেলেই অবরোধ অমান্য করে মাছ শিকার করতে যায়নি। প্রজনন মৌসুমের সুফল আমরা জেলে এবং আড়তদাররাই ভোগ করবো। এখন সাগরপাড়ের জেলেরা মাছ শিকারের জন্য প্রস্তুতি নিয়েছে। তবে আগের চেয়ে সমুদ্রে বেশি মাছ ধরা পরবে বলে তিনি জানান। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, উপজেলা প্রশাসন, নৌ-বাহিনী, কোষ্টগার্ড, পুলিশ ,নৌ-পুলিশ, জেলে ও আড়ৎদারসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবারের অবরোধ সফল হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD