জেলার ডামুড্যা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মজিবব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে ৫৩ নং চরধানকাঠ্রি ছয়হিস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হন ৪৪ নং পূর্ব চরনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মজিব গোল্ডকাপে ১৭ নং আদাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১ নং পশ্চিম চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে মুখোমুখি হয়। বুধবার (২৪ জুলাই) সকাল ১১ টায় ডামুড্যা উপজেলা মাঠে খেলা টি শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, ধানকাঠ্রি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, যুবলীগের সভাপতি বিএম সত্তার, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দু। অনুষ্ঠান পরিচালনা করেন, ডামুড্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হেলালুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম ও ১১ নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর লিটন।
উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী বাড়ানো ও মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করে আনার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের এ ফুটবল টুর্নামেন্ট। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী দল উপজেলায় আবার উপজেলা পর্যায়ে বিজয়ী দল জেলা ও জেলা পর্যায়ে বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। তার ধারাবাহিকতায় ডামুড্যা উপজেলার ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে যারা বিজয়ী হয়েছে তারা জেলা অংশ গ্রহন করবে।
এ টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের মোট ৭৯ দল অংশ গ্রহন করে। এর মধ্যে বালকদের টুর্ণামেন্টে ফাইনালে তিন এক গোলে ৫৩ নং চর ধানকাঠি ছয়হিস্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪৪ নং পূ্র্ব চরনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, ৪৪ নং পূ্র্ব চরনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০গোলে ১৭ আদাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ডামুড্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই টুর্ণামেন্টের আয়োজন করেন। এসময় ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।





















