ফতুল্লা আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ৪র্থ নুর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১২ অক্টোবর রবিবার বিকালে আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম টিটু, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি সহ-সভাপতি মোঃ আবু জাফর, ঢাকা দক্ষিণ ১৮ নং ওয়ার্ড সাধারন সম্পাদক হাজী মোক্তার হোসেন, সাবে জাতীয় দলের ফুটবলার মোঃ ইহসান উল্লাহ ইসা, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, বিএনপি নেতা কামাল হোসেন, ফতুল্লা থানা বিএনপি সাবেক আহবায়ক কমিটির সদস্য আবু মুছা বখতিয়ার সোহাগ, ফতুল্লা থানা জাসাসের সহ সভাপতি নাট্য ব্যক্তিত্ব ফজলুল হক পলাশ, বিএনপি নেতা কামাল হোসেন,পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সাওয়াত হোসেন শওকত, আলীগঞ্জ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল হক, সার্বিক তত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক হাজী মোঃ আঃ হান্নান, সদস্য সচিব রফিকুল ইসলাম শামীম, সদস্য হারুন মুরাদ, রাজিব, ওয়াসিম, খেলায় রেইনবো ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে আকবর স্পোর্টিং ক্লাব তালেপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে