বিশেষ প্রতিবেদক:- ইউসিবি বা,ফু,ফে অনুর্ধ্ব -১৫ জাতীয় ফুটবল লীগ ২০২৫। টাঙ্গাইল জেলাকে হারিয়ে ফাইনালে নারায়ণগঞ্জ। সোমবার ০৫ আগষ্ট ২০২৫ সাভার বিকেএসপি গ্রাউন্ডে শক্তিশালী টাঙ্গাইল জেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ জেলা ফুটবল।
খেলার শুরু থেকেই মাঠে টাঙ্গাইলের আধিপত্য ছিল। প্রথম মিনিট থেকে টাঙ্গাইল জেলা একের পর এক সাঁড়াশি আক্রমনে নারায়ণগঞ্জ জেলার রক্ষনে চীড় ধড়িয়ে দেয়।নারায়ণগঞ্জ জেলার শক্তিশালী রক্ষণভাগ যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ায় টাঙ্গাইলের ফরোয়ার্ডদের কাছে।মাঝে মাঝে নারায়ণগঞ্জ পাল্টা আক্রমনে গেলে ও লক্ষে পৌঁছতে পারছিলো না। এই আক্রমন পাল্টা আক্রমনে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে কোন দলই গোল করতে না পারায় প্রথমার্ধ গোলশূন্য থাকে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল করতে মরিয়া হয়ে উঠে উভয় দল।দ্বিতীয়ার্ধে নারায়ণগঞ্জের খেলোয়াড়েরা আক্রমনের ধাঁর বাড়ালে খেলাটি তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ প্রাণবন্ত হয়ে ওঠে। খেলার ৭০ মিনিটের সময় নারায়ণগঞ্জ একটি পরিকল্পিত আক্রমন থেকে বদলি লেফট উইঙ্গার হাসিব ক্রস পাসে স্ট্রাইকার ইসমাইল কে দিলে ইসমাইল ২/৩জন খেলোয়াড় কে কাটিয়ে গোলকিপারের বা পাশ দিয়ে বল জালে পাঠালে নারায়ণগঞ্জের ডাগআউট উল্লাসে ফেটে পড়ে। উভয় দল প্রথম দুই খেলায় জেতার ফলে আজকের খেলাটি উভয় দলের কাছেই গুরুত্ব পূর্ণ ছিল।
৩ জয়ে পূর্ন ৯পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জ জেলা ফুটবল দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছে। আগামী ৮ মে ফাইনালে নারায়ণগঞ্জর মুখোমুখি হবে স্বাগতিক বিকেএসপি। খেলার শেষে বিজয়ী দলের ইসমাইল কে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বাফুফে’র কর্মকর্তা। নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন এর সার্বিক তত্বাবধানে দলের পক্ষে উপস্থিত ছিলেন টিম লিডার সাবেক জাতীয় ফুটবলার সুজন ভূঁইয়া,টিম ম্যানেজার নাদিম হাসান মিঠু,কোচ শংকর, সহকারী কোচ কামাল,কোচিং স্টাফ জাহাঙ্গীর হোসেন, ক্রীড়ানুরাগী গিয়াসউদ্দিন লাভলু প্রমুখ।