নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানার প্রায় সহস্রাধিক ওয়ারেন্টের পলাতক আসামী পলাতক থাকায় এবং তাদের ঠিকানা মতো খুঁজে না পাওয়ায় আসামীদের তালিকা ফতুল্লা ইউনিয়ন পরিষদের চার্টে টানিয়ে দেয় পুলিশ । এসময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) মো. শাখাওয়াত হোসেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন, সচীব হায়হান ভূইয়া কাজল,আলী আকবর মেম্বার, বাছেদ প্রধান, হাসমত আলী, এস.আই আরিফুর রহমান, মামুন, । এসময় অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ফতুল্লা থানায় মোট ১০ হাজারের মতো ওয়ারেন্টের পলাতক আসামী রয়েছে। তিনি আরো বলেন, ফতুল্লা ইউনিয়ন এলাকায় প্রায় সহ¯্রাধিক ওয়ারেন্টের আসামী রয়েছে। সাজা প্রাপ্ত ২শ ৬৭ আসামী রয়েছে পলাতক আসামী। এরা আত্মগোপন করে আছে। তাদের কে বলবো এরা স্বেচ্ছায় কোর্টে হাজির হওয়ার অনুরোধ করছি। যাদের কে আমরা সনাত্মক করতে পারছি না। তাদের কে আপনারাসহ সবাই আমাদেরকে ততথ্য দিন এই পলাতক আসামী ধরার জন্য। ফতুল্লা ইউনিয়ন পরিষদের দেয়ালে আসামীদের নাম ঠিকানা টানানো হয়। পুলিশকে সহযোগিতার করার জন্য স্থানীয় মেম্বার চেয়ারম্যান গ্রাম পুলিশ ও জনগণের প্রতি আহব্বান জানান। যাতে ফরাতক আসামী ধরিয়ে দেয়া পুলিশকে তথ্য দিয়ে।