মোঃ রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার: শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯/০৭/১৯) তারিখ দুপুরে উপজেলা প্রশাসনিক ভবণের সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী কান্তা জেরিন, শার্শা থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, বেনাপোল থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মাছুদ করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড মোজাফ্ফর হোসেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরীসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ।