নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ইসমাইল মিয়া (৩৪) নামে এক ছিনতাইকারী ও চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর সদস্যরা। গ্রেফতারকৃত চাঁদাবাজ ইসমাইল কাউন্সিলর শাহজালাল বাদলের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রন করতো বলে জানিয়েছেন র্যাব। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে এ তথ্য জানান র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন। বুধবার (৩১ জুলাই) রাত ৯ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় আদর্শনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইসমাইল মিয়া কিশোরগঞ্জের কুলিয়াচর পীরপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। সে সানারপাড় আদর্শনগর এলাকার নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়ির ভাড়াটিয়া ও তার সহযোগী। র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন জানান, ইসমাইল দীর্ঘদিন ধরেই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমমরাইল এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রন করতো এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানান। তার নামে ইতোপূর্বেও চাঁদাবাজির মামলা রয়েছে। আটকের সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি বাটাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।