নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানায় আলীগঞ্জ এলাকার আক্তার হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ ফজলুর রহমান দেলোয়ার হোসেন সহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নং- ২৭(৯)১৯। তাং-১৩ সেপ্টেম্বর ২০১৯ই।
এ মামলা সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকার আবুল হোসেন মাষ্টারের ছেলে মো.আক্তার হোসেন (৪৮)। সে স্পীড মটর ওয়ার্কশপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানে গত ৬ সেপ্টেম্বর দেলপাড়া এলাকার মৃত আ.গফুর মিয়া‘র ছেলে ফজলুর রহমান (৩৮),দেলোয়ার হোসেন (৩৫)এবং খোকন (৩৫)সহ অজ্ঞাতনামা ৭/৮ জন মিলে ২লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদা না দেয়ায় গত ৮ সেপ্টেম্বর আবার ফজলুর রহমান,দেলোয়ার হোসেন এবং খোকনসহ অজ্ঞাতনামা ৭/৮ জন মিলে আক্তাররে ঐ প্রতিষ্ঠানে আসে এরপর ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করে। এ সময় ঐ ্্রতিষ্ঠানে ভাংচুর ও মারামারি করে।