নিজস্ব সংবাদদাতা : গত ১৪ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা মহিলা পথচারীর পক্ষে মামলা করলেন অজ্ঞাতনামা গাড়ী ও আসামীর বিরুদ্ধে।
এ মামলা সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ভোর সোয়া ৫টায় ফতুল্লা মডেল থানাধীন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডস্থ সাকিল পেট্রোল পাম্প ও ফিরোজ পেট্রোল পাম্পের মাঝামাঝি রাস্তায় অজ্ঞাতনামা মহিলা পথচারী রাস্তা পারাপার হওয়া চেষ্টা করে। এসময় ঢাকা হতে নারায়ণগঞ্জ গামী একটি অজ্ঞাতনামা গাড়ীর চাক্কার পৃষ্ঠে সড়ক দূর্ঘটনায় পথিত হয়। এতে ঐ মহিলার মহিলার মাথা মুখোমন্ডল শরীর থেৎলে যায়। তার পড়নে ছিলো লাল শাড়ী শরীরের রং ফর্সা । তার পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে ঘটনা স্থলে ফতুল্লা মডেল থানার এস.আই ইলিয়াস হোসেন গিয়ে লাশটির সুরাত হাল লিখে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরন করেন। তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা গাড়ী ও চালকের বিরুরেদ্ধ মামলা দায়ের করেছে। পুলিশ জানায় খবি ভোরে এই সড়ক দূর্ঘটনা ঘটায় তেমন কোন পথচারী ছিলেন না। তাই মহিলার লাশটিরও পরিচয় মিলেনি।