সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ সিএনজি-অটোরিক্সায় একের পর এক চাঁদাবাজির কারনে সড়কে যানজট লেগেই থাকে।সড়কে যানজট কমাতে চাঁদাবাজরা গাড়ী লাইনে আনার কথা বলে প্রতিদিন সিএনজি-অটোরিক্সা থেকে মোটা অংকের টাকা চাঁদা আদায় করছে।সিএনজি-অটোরিক্সায় চাঁদাবাজির সময় যানজট লেগে থাকায় অতিষ্ট হয়ে পরেছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।কোন ক্রমেই থামানো যাচ্ছে না চাঁদাবাজদের, দিন দিন ব্যপরোয়া হয়ে উঠেছে পরিবহণ চাঁদাবাজরা।সম্প্রতি র্যাব-১১ বেশ কিছু চাঁদাবাজকে গ্রেফতার করলেও আবারো শুরু হয়েছে পরিবহণ থেকে চাঁদাবাজি।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঐতিহাসিক গ্র্যানট্রাঙ্ক রোডের সোনারগাঁ থানা রোড এবং সোনারগাঁ সরকারি কলেজ রোডে প্রতিদিন সহস্ত্রাধিক সিএনজি-অটোরিক্সা চলাচল করে। এসকল সিএনজি-অটোরিক্সা থেকে ১০-১০০ টাকা পর্যন্ত চাঁদা উত্তোলন করা হয়।নির্দিষ্ট কোন লাইন ম্যান না থাকায় চাঁদাবাজরা তাদের ইচ্ছেমত যেকোন স্থানে গাড়ি থামিয়ে চাঁদা উঠায়। যার কারনে সিএনজি-অটোরিক্সা চালকরা যেখানে সেখানে গাড়ী থামিয়ে যাত্রী উঠানামা করে। সড়কে চাঁদাবাজি করার কারনে যাত্রীদের কাছ থেকে জোড় পূর্বক বেশি ভাড়া আদায় করে সিএনজি-অটো চালকরা। ভাড়া নিয়ে প্রায়ই যাত্রী ও চালকদের মাঝে ঝগড়া করতে দেখা যায়।
থানা রোড ও কলেজ রোডের প্রবেশ মুখে অবৈধ স্থাপনাও যাজটের একমাত্র কারন। সরকারদলীয় প্রভাবশালী নেতারা অবৈধ স্থাপনা তৈরি করে প্রশাসনকে ম্যানেজ করে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছে।আর এসব অবৈধ স্থাপনার কারনে এবং মার্কেট গুলোতে পর্যাপ্ত গাড়ী রাখার কোন গ্যারেজ না থাকায় বাধ্য হয়েই সড়কে গাড়ী থামিয়ে রাখে চালকরা। রাস্তার পাশে গাড়ী থামিয়ে যাত্রী ওঠানামা করায় যানজট লেগে থাকে। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা সময়মত তাদের গন্তব্য স্থানে পৌছতে পারছে না।
স্থানীয় এলাকাবাসী আরো বলেন, যানজট কমাতে পুলিশ প্রসাশনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু লাইন ম্যান নিয়োগ করা প্রয়োজন। যারা চাঁদাবাজি না করে সঠিভাবে সিএনজি-অটোরিক্সা প্রবেশ ও বাহির করতে সহায়তা করবে।সেক্ষেত্রে তাদের নির্ধারিত আইডি কার্ড এবং পুলিশ লেখা পরিহিত ইউনিফরম ব্যবহার বাধ্যতামূলক করা দরকার। চাঁদাবাজি বন্ধে সড়ক ও পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের ও প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
এব্যপারে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম বলেন, চাঁদাবাজির কোন ঘটনা আমার জানা নেই। তবে যানজট নিরসণে হাইওয়ে পুলিশ সব সময়ই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।





















