পটুয়াখালীর কলাপাড়ায় পুত্রের অপরাধে পিতা সুলতান মৃধা’র (৫০) উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে প্রতিপক্ষরা। নির্যাতন করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। রড ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থান থেতলে দিয়ে সিনেমা স্টাইলে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধানখালী ইউনিউয়নে প্যাদারহাট এলাকায়। আহত সুলতান মৃধাকে শুক্রবার রাতে বরিশাল থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে এনে ভর্তি করেছে তার স্বজনরা। পুলিশ এ ঘটনায় শাহিন মৃধা নামের একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
আহতর স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে সে ঢাকা থেকে বাড়িতে পৌছে। এসময় একই এলাকার শাহীন মৃধা ও গোলাম বাশারের নেতৃত্বে আরো ১৫/১৬ জন মিলে তার উপরে হামলা চালায়। এ সময় তার ছেলে শামিম মৃধা প্রান ভয়ে দৌড়ে পালালিয়ে গিয়ে কোন মতে রক্ষা পায়। তার পিতাকেকে পিটিয়ে অজ্ঞান করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন শুক্রবার সন্ধ্যায় খবর পায় তাকে বরিশাল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত রোগী হিসেবে রেখে আসা হয়েছে।
সুলতান মৃধার বড় পুত্র শামিম মৃধা জানান, আমার ছোট ভাই স্বপনকে নিয়ে পারিবারিকভাবে ঝামেলা চলছে। এর রেশ ধরে তার পিতার উপার এমন অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। বর্তমানে তার পিতা সুলতাল মৃধাকে বরিশাল থেকে উদ্ধার করে এনে শুক্রবার রাতে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। শাহিন মৃধা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকিদের আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।