নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ ও সাহসী এক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের একটি দল।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের রেহাইচর মহানন্দা সেতুর টোলঘর চত্বরে মাদক ব্যবসায়ীদের ২৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার খোকা মিয়ার ছেলে মো রনি (৩০) ও মো. মোবারকের ছেলে মো. বারেক(২৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সদর থানার এস.আই জিন্নাত, সোহেল ও এ.এস.আই এরশাদ মাদক ব্যবসায়ীদের অনুসরণ করতে করতে টোলঘরের সামনে আসলে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধরতে মোটরসাইকেল ফেলে ধাওয়া করে পুলিশ।
দীর্ঘসময় ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। জেলায় নতুন পুলিশ সুপার আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।