চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার রাত ১০ টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা রাজশাহী জেলার হরিয়ান উত্তরপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৮) ও পাবনা জেলার আটঘোরিয়া রস্তমপুরের মো. শফিকুল ইসলামের ছেলে তুহিন আহমেদ (১৮)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএমসহ ডিবির সঙ্গীয় ফোর্স পৌর এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ তুহিন ও জাহিদুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।