নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামে মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের নজরুল ইসলামের ছেলে বাদশা (২৫) ও মনোহরপুর এলাকার জোবদুল হকের ছেলে বাবলু (৩২)।
জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার একটি টিম অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ বাবলু ও বাদশাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় নতুন এসপি আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা জয়েছে বলেও জানান, ওসি বাবুল উদ্দিন সরদার।