ফতুল্লায় কুতুবপুরে পূর্ব শত্রুতার জেরে মোঃ শরিফ (১৮) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
(১৯ জানুয়ারী২০২০) রবিবার রাত ২টার দিকে কুতুবপুর শাহীবাজার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত শরিফ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অটো মাহাবুব, বিউটি আক্তার, মোরসালিন, মলি আক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
আহত শরিফ শাহীবাজার আমতলা এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে। গুরুতর আহত শরিফকে খানপুর ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতালে নেতয়া হয়।
শরিফ জানান, আমার বন্ধুর ভাইয়ের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে আমি ও আমার বন্ধুরা বাড়ি ফেরার পথে আমতলা এলাকায় পৌছালে অটো মাহাবুব পধরোধ করে। এবং আমার বন্ধুদের ভয় দেখিয়ে তারাইয়া দেয়। আমাকে অটো মাহাবুব বাড়ির গেটের সামনে মাহাবুব সহ তারা আমাকে মারধর করতে থাকে। আমি কারন জানতে চাইলে বলে বেশি বেড়ে গেছত একটু ঠান্ডা করে দিলাম। আামার চিৎকারে আশে পাশের লোকজন আসলে তার আমাকে ফেলে বাড়িতে চলে যায়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বলেন, পূর্ব শত্রæতার জেরে মোঃ শরিফ নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।