পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। দশ বছর আগে এই দিনে পিলখানায় সাবেক বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তরে ঘটেছিল এক মর্মা’ন্তিক নৃ’শংস ঘটনা। বিডিআরের বি’দ্রোহী সৈনিকরা সেনা কর্মকর্তাদের ওপর আ’গ্নেয়া’স্ত্র নিয়ে ঝাঁ’পিয়ে পড়ে। তারা সেনা কর্মকর্তাদের হ’ত্যা করে তাদের পরিবারকে জি’ম্মি করে। ৫৭ জন কর্মকর্তাসহ ৭৪ জন নি’র্মম হ’ত্যাকা’ণ্ডের শি’কার হন।
পিলখানায় না;রকীয় হ’ত্যার ঘটনায় দায়ের করা হয় দুটি মা’মলা। এর মধ্যে সেনা কর্মকর্তাদের নি’হতের ঘটনায় দ’ন্ডবিধি আইনে করা হয় হ’ত্যা মা’মলা। অপরটি হয় বি’স্ফো’রক আ’ইনে।দুটি মাম’লার মধ্যে হ’ত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া ১৫২ জনের মৃ’ত্যুদ’ণ্ড দেয়। পরে ২০১৭ সালের ২৭শে নভেম্বর হাইকোর্টে আপিলের রায়ে ১৩৯ জনের মৃ’ত্যুদ’ণ্ডের রায় বহাল রাখা হয়। ৮ জনের মৃ’ত্যুদ’ণ্ডের সাজা কমিয়ে যাবজ্জী’বন ও ৪ জনকে খা’লাস দেয়া হয়। নিম্ন আদালতে যাব’জ্জী’বন কারাদ’ণ্ডে আদেশ পাওয়া ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের সাজা বহাল রাখা হয়। হাইকোর্টে আপিল চলার সময়ে কা’রাগারে থাকা অবস্থায় দুজনের মৃ’ত্যু হয়। খালাস পান ১২ জন আ’সামি।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে বি’স্ফো’রক আই’নের মামলাটি। এই মামলায় আ’সামি রয়েছেন ৮৩৪ জন। এর মধ্যে একজন সিভিলিয়ান, বাকি আসামিরা বিডিআরের জওয়ান। এই মা’মলায় আসা’মীদের মধ্যে ২৪ জন মা’রা গেছেন। জীবিত আসামি ৭৯০ জন। প’লাতক রয়েছেন ২০ জন আসামি। এই মামলায় ১৪৬ জন সাক্ষী দিয়েছেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রায় ১২ শত সাক্ষী রয়েছে। আগামী ৮ মার্চ পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য রয়েছে।
পিলখানায় সংঘটিত বর্বরোচিত হ’ত্যাকা’ন্ডে শহীদদের স্মরণে আজ মঙ্গলবার শাহাদাতবার্ষিকী পালন করবে বিজিবি। দিনের কর্মসূচিতে রয়েছে, পিলখানাসহ বিজিবি’র সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যবস্থাপনায় বাদ ফজর খতমে কোরআন, বিজিবির সব মসজিদে এবং বিওপি পর্যায়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র সচিব এবং বিজিবি মহাপরিচালক (একসঙ্গে) শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।





















