নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত রহিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সালামপুর এলাকার মো. গাজলুর রহমান ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সোনামসজিদ সীমান্ত সংলগ্ন কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ২টি পিস্তল, ম্যাগজিন, গুলি ও নগদ ১ হাজার টাকাসহ হাতেনাতে রহিমকে গ্রেপ্তার করা হয়। কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এর এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।





















