সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় রনির গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সোয়া দু’টার দিকে গলাচিপা পৌরসভার টি এন্ড টি রোডের উপরে এ ঘটনা ঘটে। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী, ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক এমপি গোলাম মাওলা রনির সহধর্মীনী
কামরুন্নাহার রুনু বলেন, নেতা-কর্মীদেরকে নিয়ে গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে গাড়িতে নিয়ে আসার পথে দুর্বৃত্তরা লোহার রড ও রামদা দিয়ে গাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এতে গাড়ির উভয় পাশের কাচ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।
পরে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে কামরুন্নাহার রুনু জানান, আমরা এ ঘটনার জন্য থানায় মামলা করব। আমরা থানায় ভাংচুরের গাড়ি নিয়ে গেলে গলাচিপা থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে কাউকে গ্রেফতার করতে পারেনি।