মাইনুল ইসলাম রাজু:- বরগুনার আমতলী উপজেলায় অনেকেই সরকার ঘোষিত কঠোর লকডাউন মানছেন না। লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তায় মানুষের চলাচল যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি চলছে ব্যবসা বাণিজ্যও। উপজেলা প্রশাসন ও পুলিশ শহরে টহল দিলেও মানুষ কোন কিছুর তোয়াক্কা করছে না।
সরজমিনে পৌর শহর ও উপজেলা সদরের কয়েকটি বাজার ঘুরে দেখাগেছে, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের অর্ধেক অংশ খুলে রেখে ভিতরে চলছে বেচাঁকেনা। অনেকের মুখে মাস্ক নেই, নেই কোন সামাজিক দূরত্ব। রাস্তায় বাড়ছে মানুষের ভিড়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কের গলির সামনে একজনকে দাঁড় করিয়ে দায়িত্বে রাখা হয়েছে। এদের দায়িত্ব হলো প্রশাসন বা পুলিশের গাড়ী বা কর্মকর্তারা আসছেন কিনা তা দেখা। তাদের দেখলেই সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়। প্রশাসন বা পুলিশের গাড়ী ও লোকজন চলে গেলে কিছুক্ষণ পর আবার ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের অর্ধেক অংশ খুলে দেয়। দোকান খোলা আর বন্ধের এমন লুকোচুরি নিয়ে উপস্থিত অনেকেই রসিকতা করে চোর- পুলিশ খেলার সাথে তুলনা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা বলেন, আমরা সরকারের লকডাউন মেনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে কি হবে। অনেকেই তাদের দোকানের সাটারের অর্ধেক খুলে রেখে দেদারছে ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাই দিন যত সামনে যাচ্ছে দোকান খোলার সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে সকলকে সচেতন হওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, সরকার ঘোষিত লকডাউন যারা মানবেনা তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।