সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে রমজান মাস ও করোনা কালীন সময়ে অসহায় দরিদ্র দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে সারাদেশে অদৃশ্য করোনা ভাইরাসের মহামারির দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে ও মাহে রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে অসহায় দরিদ্র দুস্থ ৩শ’পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ত্রাণ কমিটির সদস্যবৃন্দ। ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম উপস্থিত থেকে অসহায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তোলে দেন। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক অতীতে করোনা কালীন সময়ে খাদ্য সহায়তা নিয়ে অসহায় পরিবারের পাশে ছিলাম,ভবিষ্যতেও খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে। পরে সবাইকে মাক্স পরে স্বাস্থ্য বিধি বজায় রেখে চলার আহবান জানান।