নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনে নিহত নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলামসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় মিলাদ,দোয়া ও খাবার বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীপুল এলাকায় এ মিলাদ,দোয়া ও তবারক বিতরন করা হয়। নিহত নজরুল ইসলামের পরিবারের পক্ষে থেকে মিলাদ,দোয়া ও তবারক বিতরনের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা স্বোচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক হাজী শফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন নিহত নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ফাহিম, সাইদুর রহমান, আবু তালেব, জহিরুল ইসলাম, ইমান আলী, রাজু, মাওলানা সিহাব উদ্দিন, শহীদ,মামুন ও শরিফ প্রমূখ।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের একটি আদালতে হাজিরা শেষে প্রাইভেট কারযোগে ফিরছিলেন সিদ্ধিরগঞ্জের বাসিন্দা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।
একই সময়ে আদালতের কার্যক্রম শেষে অপর একটি প্রাইভেটকারে বাড়ির উদ্দেশে রওনা হন নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম। পথিমধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে সাদাপোশাক পরিহিত র্যাব সদস্যরা তাদের সাতজনকেই অপহরণ করেন। পরে র্যাব-১১-এর কয়েকজন কর্মকর্তা দ্বারা সংঘটিত এ হত্যাকান্ড।