নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর গ্রামের নতুন আতংক হাজ্বী সলিমুল্লাহ। তার বাহিনীর সদস্য দেলোয়ার হোসেন দেলু ও সলিমুল্লার নেতৃত্বে গত রবিবার সন্ধ্যায় সাইদুল ইসলামের বাড়িতে হামলা করে ভাংচুর চালিয়ে লুটপাট, মারধর করায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ সাইদুল ইসলাম। এসআই হুমায়ুন কে ঘটনার তদন্তভার দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে আকবরনগর গ্রামের মৃত তাহের আলীর পুত্র মোঃ সাইদুল ইসলাম উল্লেখ করেন।
মৃত খালেক বেপারীর পুত্র হাজ্বী সলিমুল্লাহ সলিম, মৃত সৈয়দের পুত্র দেলোয়ার হোসেন দেলু,দেলুর পুত্র জাহাঙ্গীর হোসেন ওরফে গাঁজা জাহাঙ্গীর, ইমরান ওরফে চোরা ইমরান, রায়হান, মৃত দুদু মিয়ার পুত্র শরীফ ও অলিপ, শরীফের পুত্র আল-আমিন, মৃত নজির ঢালীর পুত্র শাহ সহ অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, চাপাতি,চাইনিজ কুড়াল, লোহার রড ও টেঁটা ইত্যাদি নিয়ে রবিবার বাড়িতে হামলা করে লুটপাট ভাংচুর চালায়।যাবার বেলা একটি মোবাইল ফোন, স্বর্নের চেইন,লুটপাট চালিয়ে ৩/৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী জানান,হাজ্বী সলিম আকবরনগরের ইটভাটা দখল করার লক্ষে একটি বাহিনী গঠন করে।গত রবিবার হাজ্বী সলিমুলাহ সলিম ও দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে সাইদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে আমিন ও রাজিব কে কুপিয়ে গুরুতর জখম করে।আমিনের অবস্থা আশংকা হওয়ায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
হাজ্বী সলিম এলাকায় নতুন আতংক হিসেবে আবিভূত হয়েছে।বাহিনীর লোক দিয়ে নিরীহ মানুষের জমির মাটি কেটে নিয়ে ইটভাটায় নিয়ে যায়।মসজিদের মাটি কেটে ইট ভাটায় নিয়ে যায়। ১৯ টাকার মাটির রেট সাড়ে ৪ টাকা দাম দেয়। অসহায় মানুষের পোড়া কয়লার ১৮ লাখ টাকা আত্নসাত করে সলিম হাজ্বী।
আকবরনগরে সামেদ হাজ্বী ও রহিম হাজ্বীর বিরোধ মিটিয়ে দেয়ার পর আকবর নগর এলাকায় শান্তি বিরাজ করছে। গত ২ বছর কোন অঘটন ঘটেনি।ইটভাটার মালিকরা শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করে আসলেও নতুন ভাবে কু দৃষ্টি পড়ে হাজ্বী সলিমের। নতুন ভাবে প্রভাব বিস্তার করতে গড়ে তোলেন একটি সন্ত্রাসী বাহিনী।এ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হলেন দেলোয়ার। হাজ্বী সলিমুল্লাহ সলিম নিজেকে শামীম ওসমান এমপি আতœীয় পরিচয় দিয়ে নিরীহ লোকদের হয়রানি করে থাকে।
আকবরনগর, প্রতাপনগর,হাজ্বীপাড়াবাসী চান আর যেন কোন অশান্তি না হয়। তাই সময় থাকতে হাজ্বী সলিমুল্লাহ সলিম সহ তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান এর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত হাজ্বী সলিমুল্লাহ সলিম’র ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭১১৩৬১৩##) একাধিকবার যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি।