নারায়ণগঞ্জের গনমানুষের নেতা ৪ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা এ কে এম নাসিম ওসমানের ৭তম মৃত্যুবার্ষিকী পাপলন উপলক্ষে ২৮ এপ্রিল (বুধবার) সন্ধা ৭টায় ফতুল্লার দাপাইদ্রকপুরে আজমেরী ওসমান ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাহিন আহমেদ।
সভাপতির বক্তব্যে মোঃ শাহিন বলেন, গনমানুষের নেতা মরহুম নাসিম ওসমান ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম সহচর এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ভাষা সৈনিক সাবেক এম এন এ আলহাজ¦ এ কে এম সামসুজ্জোহার যোগ্য উত্তরসুরী। নারয়ণগঞ্জবাসী আলহাজ¦ নাসিম ওসমানের অবদানের কথা কখনো ভুলতে পারবে না। তারই ধারবাহিকতায় প্রয়াত নাসিম ওসমানের যোগ্য উত্তরসুরী আলহাজ¦ আজমেরী ওসমান নিঃস্বার্থভাবে জনগনের সেবা করে যাচ্ছেন। তাই আমরা আগামী ৩০ এপ্রিল যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবো ইনশাআল্লাহ। আমরা স্বাস্থ্য বিধি মেনে ৩০ এপ্রিল মরহুম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম, কাঙ্গালীভোজ এবং মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। সভাপতি তার বক্তব্যে আরো বলেন, দেশে মহামারি করোনায় বহু লোক মারা গেছেন এবং কয়েক লাখ লোক আক্রান্ত হয়েছেন। যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রæত রোগমুক্তি কামনা করছি। মহান আল্লাহ’র দরবারে প্রার্থনা করছি, যাতে এ মহামারি থেকে আল্লাহ্ আমাদেরকে মাফ করে দেন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।