নারায়ণগঞ্জ জেলার ৫ পুলিশ পরিদর্শকে বদলী করা হয়েছে বুধবার (২৮ এপ্রিল) জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে এই বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) শেখ কবিরুল ইসলাম।
তিনি জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) পরিদর্শক ইকবাল হোসেনকে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রে বদলি করা হয়েছে। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আহসান উল্লাহকে তার স্থানে ডিআইও-২ হিসেবে বদলি করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামকে বদলি করা হয় সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত)’র দায়িত্ব দেওয়া হয়েছে। সোনারগাঁয়ের পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্বে থাকা শেখ তবিদুর রহমানকে আড়াইহাজার থানার প্রত্যন্ত অঞ্চল কালাপাহাড়িয়ার ফাঁড়িতে বদলি করা হয়েছে। একই সাথে বন্দরের সাবেক পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলামকে বদলি করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) এর দায়িত্ব দেওয়া হয়েছে।