মাইনুল ইসলাম রাজু:- বরগুনার আমতলীতে খোলা পায়খানা সরিয়ে ফেলতে বলায় দু’বাড়ীর মহিলাদের মধ্যে সংর্ঘষে উভয় পক্ষের ৫ মহিলা আহত হয়েছে। আহতদের আমতলী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থাণীয় সূত্রে জানাগেছে, আমড়াগাছিয়া বাজারের স্ব-মিল মালিক আঃ খালেক সরদার তার স্ব-মিলের কর্মচারীদের ব্যবহারের জন্য মিলের কাছাকাছি উম্মুক্ত স্থানে একটি খোলা পায়খানা নির্মাণ করেন। বাতাসে ওই খোলা পায়খানার দুর্গন্ধ ছড়িয়ে পার্শ্ববর্তী সোহরাব সরদার বাড়ী পর্যন্ত পৌছায়। এতে বেশ কিছু দিন ধরে পায়খানার দুর্গন্ধে ওই বাড়ীর লোকজন অসুস্থ্য হয়ে পড়েন। এ কারনে আজ (শুক্রবার) সকালে সোহরাব সরদারের স্ত্রী শিউলি বেগম ওই খোলা পায়খানাটা বন্ধ করা অথবা অন্যাত্র সরিয়ে ফেলার জন্য খালেক সরদারের বাড়ীতে গিয়ে স্ত্রী রুনা বেগমকে বলে। এ নিয়ে রুনা বেগমের সাথে শিউলি বেগমের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় বাড়ীর মহিলারা সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫ জন মহিলা আহত হয়। আহতরা হলেন লিপি (২১), রিনা (৩০), পপি (১৮) শিউলি (৩৫) ও রুনা (৪২)।
উভয় পক্ষের স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত পপি ও রুনাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
আহত শিউলি বেগমের স্বামী সোহরাব সরদার বলেন, খোলা পায়খানা সরিয়ে ফেলতে বলায় কথা কাটাকাটিতে খালেক সরদারের স্ত্রী রুনা বেগম ও তার বাড়ীর অন্যান্য মহিলারা আমার স্ত্রীসহ বাড়ীর মহিলাদের মারধর করেছে।
অপর আহত রুনা বেগমের স্বামী আঃ খালেক সরদার বলেন, সোহরাব সরদারের স্ত্রী ও তার বাড়ির মহিলারা হঠাৎ আমার বাড়ীতে প্রবেশ করে আমার স্ত্রী ও ২ মেয়েকে মারধর করেছে। এতে আমার স্ত্রী গুরুত্বর আহত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মার্জিয়া তাজিন মুঠোফোনে বলেন, আহতদের যথাযত চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হযেছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।