প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ হাজার অসহায় ও দুস্থদের মাঝে শাড়ী, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরু।
বুধবার (১২ মে) বেলা সাড়ে টার দিকে কুতুবপুরের বউ বাজার এলাকায় তিনি ওই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন-কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হক ও জামাল উদ্দিন বাচ্চু সহ অনেকে।
প্রসঙ্গত, হাজী মীরু মুসলিম জাতির সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে শাড়ী, লুঙ্গি ও ঈদ সামগ্রী দিয়ে এক সাথে ৪/৫ হাজার হতদরিদ্র মানুষগুলোর মূখে হাঁসি ফোটানোর চেষ্টা করেন। যা একসাথে এত বিশাল সংখ্যক দরিদ্র মানুষকে সহায়তা প্রদানের নজির নাই বলে মন্তব্য করেন স্থানীয় অনেকে।
এছাড়া করোনা সংকট মোকাবিলায় গত এবং চলতি বছর অসংখ্য মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। শুধু তাই না চলতি রমজান মাস উপলক্ষে বিশুদ্ধ পানি দ্বারা রোজাদারদের তৃষ্ণা মেটাতে নিজ বাসভবনের সামনে দুটি কল স্থাপন করে দিয়েছেন। মুলত এসব নানাবিধ মানবিক গুণাবলীর কারনে স্থানীয় সর্বস্তরের জনগনের কাছে হাজী মীর হোসেন মীরু দিনে দিনে ব্যপক জনপ্রিয় হয়ে উঠছেন।