ফতুল্লার লালপুরে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে জয়নাল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জয়নাল লালপুরের সালাম- কালামের ভাড়াটিয়া রাজ্জাক হাওলাদারের পুত্র ও ফতুল্লা ইউনিয়ন পরিষধ সংলগ্ন বাংলাদেশ টায়ার ফ্যাক্টরীর শ্রমিক।
ঘটনাটি ঘটছে রোববার(১৬মে) সকাল সাড়ে ৬ টায় ফতুল্লা মডেল থানার লালপুর জাপানী মহিউদ্দিনের বাড়ীর সামনের রাস্তায়।
স্থানীয়রা জানায়,রোববার সকাল সাড়ে ৬ টার দিকে বাসা থেকে বের হয়ে পায়ে হেটে দোকানের দিকে যাচ্ছিলো।এমন সময় হাইভোল্টেজের তাড় ছিড়ে নিহতের শরীরের উপর পরে।সাথে সাথে মাটিয়ে লুটিয়ে পরে এবং বিদ্যুৎ স্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।