খেলা করা অবস্থায় গেটের উপরের অংশ (স্ল্যাব) ধসে পড়ে ফতুল্লার কাশীপুরে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বজনরা বাড়ির মালিক এবং স্থানীয় ইউপি সদস্যের উদাসীনতাকে দায়ী করছেন।
নিহত শিশুর নাম ইমরান (৭)। সে ওই এলাকার মৃত সামসুদ্দিনর ছেলে। স্থানীয়রা জানান,নিহত ইমরানের পিতা সামসুদ্দিন বছর ছয়েক পূর্বে পাশ্ববর্তী একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ঘটা অগ্নিকান্ডের আগুন নেভাতে গিয়ে নিজেই দগ্ধ হয়ে মারা যান।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাশীপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় সম্প্রতি একটি হাঁটা রাস্তা পাকা করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক খোকার উদ্যোগে রাস্তাটি পাকা করা হয়। রাস্তাটি পাকা করার পর পাশ্ববর্তী একটি বাড়ির সামনের গেট নিচু হয়ে যায়। রাস্তা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় গেটের স্ল্যাব। রাস্তা সংস্কারের সময় নড়বড়ে এই গেটটি ভেঙে দেওয়ার জন্য স্থানীয়রা অনুরোধ জানায়। তবে সেই অনুরোধে খোকা মেম্বার পাত্তা দেননি বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি ওই বাড়ির মালিকও নিজ উদ্যোগে গেটটি অপসারণ করেননি। মঙ্গলবার সকালে এই গেটের সামনে খেলা করা অবস্থায় গেটের উপরের অংশ (স্ল্যাব) ধসে পড়ে মৃত্যু হয় শিশু ইমরানের।
কাশীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শহীদুল ইসলাম খাঁ বলেন, শিশুটির বাবা ছয় বছর আগে পাশের বাড়ির গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুন নেভাতে গিয়ে নিজে দগ্ধ হয়ে মারা যান। তাদের সংগঠনের পক্ষ থেকে এই পরিবারটিকে সহায়তাও প্রদান করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়িওয়ালার উদাসীনতার কারণেই এই শিশুটির মৃত্যু হয়েছে। তাদের উচিত ছিল এই বিষয়ে পূর্বেই সতর্ক হওয়া। তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। এই ঘটনার পর ক্ষুব্দ স্থানীয় জনগণ ওই রাস্তাটি দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,এ বিষয়ে থানায় কেউ আসেনি বা তাকে কেউ অবগত করেনি।