ফতুল্লা থানা বিএনপি আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ বিশ্বাস বলেছেন,জিয়া একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন,দেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন , দেশের শান্তি প্রতিষ্ঠা ও জনগনের আর্থিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তার পতœী বেগম খালেদা জিয়া অসুস্থ আমি তার পূর্ন সুস্থতা কামনা করছি সেই সাথে কারাগারে আটক থাকা বিএনপির সকল বন্দী নেতার মুক্তি দাবি করেন।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়ার মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শনিবার (৫ জুন) বিকাল ৫ টায় বক্তাবলীর মধ্যনগরে বক্তাবলী ইউনিয়ন ছাত্রদল নেতা তানভীর মালের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ কামাল হোসেন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, বক্তাবলী ইউনিয়ন বিএনপি সভাপতি সুমন আকবর , সাধারণ সম্পাদক এড আল আমিন সিদ্দিকী আগুন,দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম, এনায়েত নগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এড মাহমুদুল হক আলমগীর, বিএনপি নেতা এড জাহিদ হাসান রুবেল,ফতুলা থানা মৎস্যজীবি দলের সভাপতি রাসেল প্রধান, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মোঃ দোলন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহম্মেদ রাজু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন যুবদল নেতা সালাউদ্দিন মাল,আনিস মাল,ছাত্রদল নেতা মোহাম্মদ উল্লাহ, নুরুজ্জামান প্রমুখ।
জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা শেষে বৃক্ষের চারা বিতরন করা হয়।