আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী বাজার সংলগ্ন এলাকায় বজ্রপাতে একটি গাভীন গরু মারা গেছে।
স্থাণীয় সূত্রে জানা গেছে, আজ (রবিবার) বিকেলে অনুমান ৫টার দিকে উপজেলার খেকুয়ানী বাজার সংলগ্ন এলাকায় আমজাদ হোসেনের একটি পালিত গাভীন গরু খড়ে বাধা অবস্থায় হঠাৎ বজ্রপাতে মারা যায়। গরুটির আনুমানিক মূল্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা।
গরুর মালিক আমজাদ হোসেন বলেন, আজ বিকেলে খড়ে বেধে রাখা অবস্থায় হঠাৎ বজ্রপাতে আমার পালিত একটি গাভীন গরু মারা গেছে। যার আনুমানিক মূল্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা।