প্রেস বিজ্ঞপ্তি:- শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোশেনের সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু। একই সাথে তিনি তার মনের একান্ত কিছু কথা ব্যক্ত করেছেন –
দেশবাসী সহ নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই ভাল আছেন। আমি ? যাচ্ছে কেটে। আনুষ্ঠানিকভাবে নয়া যাত্রা শুরু করেছি। নগরীর সেবক হতে আপসহীন হয়ে লড়তে চাই। বিশ্রাম নিতেও পারছি না— পারবো না। ভোট প্রার্থী হয়ে আমি কখনই অবশ্য বলতে পারবো না, আমাকে সমর্থন দিন। নারায়ণগঞ্জের জন্য কি করতে পারব বা কি করতে চাইছি তা কেবল জানাতে থাকবো। বাকীটা আপনারা করবেন। যে সিদ্ধান্ত দিবেন তা মেনে নেব।
এদিকে গুটি কয়েক সংবাদমাধ্যম এর কেহ কেহ লিখছে বা বলছে ! সু স্বাগত ! ব্যক্তিগত পর্যায়ে প্রচারবিমুখ হলেও এই শহরের জনশ্রেণির স্বার্থে আমার ইচ্ছেগুলোকে গণমাধ্যম প্রকাশ করতে থাকলে অর্থবহ দৃষ্টান্ত হয়ে ধরা দেয়।
বীর মুক্তিযোদ্ধা ও মাননীয় প্রতিমন্ত্রী গাজী গোলাম দস্তগীর এর মালিকানায় দেশের মুলধারার অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলাডটনেট কে ধন্যবাদ। জাতীয় পর্যায়ে আমাকে নিয়ে করা প্রথম সংবাদ ! একই সঙ্গে ধন্যবাদ জনাব আরিফুর রহমান দোলন ভাইকে, যিনি দেশের অন্যতম খ্যাতনামা সাংবাদিক হিসাবে পরিচিত। তাঁর সম্পাদনায় প্রকাশিত ঢাকাটাইমস- এ আমাকে নিয়ে করা প্রতিবেদনটির মধ্যেও সৃজনশীলতা প্রাকটিত হয়েছে।
অন্যদিকে প্রিয় নারায়ণগঞ্জের আঞ্চলিক পর্যায়ের সকল সংবাদকর্মীকে আমার পক্ষ থেকে ভালবাসা। যারা ২ জুনের সংবাদ সম্মেলন ঘিরে ইতিবাচক ও নেতিবাচক সংবাদ পরিবেশনে যেয়ে অন্তত বলতে পেরেছেন, কামরুল ইসলাম বাবু অবশেষে রাজনীতিতে এলেন।
সকলের দাবীর প্রেক্ষিতে আমার একটি ফেসবুক পেইজ আগামী সপ্তাহে ধরা দিবে। আশা করছি, রাজনৈতিক জীবনের সকল তথ্য ওই পেইজ থেকে আপনারা পাবেন।
আমি কার্যত মহান সৃষ্টিকর্তাকে ধারণ করি। রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর আদর্শে চলতে পছন্দ করি। মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বগুনের ভক্ত। ব্যক্তিজীবনে আমার প্রয়াত বাবাই আমার আদর্শ। আমি আমার মাকে ভালবাসি। আমি বিশ্বাস করি, নীরবে তিনি আমার জন্য আলাহকে ডাকেন। আমার স্ত্রী ও বন্ধু বিথী ও কন্যা জারিন ই হল দিনের শেষে আমার পিছুটান। তাঁরাই আমার মায়া, প্রেম ও ভালোবাসা। হ্যাঁ, কোন সন্দেহ নেই যে, আমার ব্যক্তিজীবনে অগণিত বন্ধুদের প্রভাব রয়েছে, রয়েছে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ পর্যায়ের ভালবাসার বন্ধুরাও। আমি আমার দুই সহোদরাকেও ভালবাসি ! ভালবাসি এই শহরের তথা বাংলাদেশের মানুষকে। ভালবাসি আমার একমাত্র মামা ‘রতন’ কে।
আমি ঘোষণা করছি, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটি শীর্ষ পর্যায় হতে আশীর্বাদ নিয়েই শুরুটা করতে পেরেছি। তবে, আমার জনসমর্থন বাড়তে না থাকলে কিংবা আমি যদি এই নগরীর মানুষগুলোকে বোঝাতে সক্ষম না হই যে, অন্যদের চেয়ে আমি উন্নত কোনো ভাবনায় আপ্লুত হওয়া সত্তা হতে পারছি না, তবে মাথানত করে নিজেকে গুটিয়ে নেব। তবে, বাবু এক্সপ্রেস যাত্রা শুরু করেছে, কোথায় গিয়ে থামবে তা আমি ও আমার অভিভাবক পর্যায়ের এক বিশেষ বন্ধু জানি। আপনারা যদি মনে করেন, আমার ক্লিন ইমেজ রয়েছে, তাহলে সরব ও নীরব মিশ্রণে ভোট বিপ্লবের প্রস্তুতি নিতে পারেন।