রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: সেবা ,সুনাগরিকত্ব ও সৌহার্দ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালাবদলের চেষ্টায় বান্দরবানে কাজ করে যাচ্ছে এপেক্স ক্লাব অব বান্দরবান ।
তারই প্রেক্ষিতে আজ ১১ জুন শুক্রবার সকালে বান্দরবান পৌরসভা মিলনায়তনে এপেক্স ক্লাব ও বান্দরবানের আয়োজনে ১৪ তম পালাবদল অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
পালাবদল কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসলাম বেবী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি ভূষণ লাল ভারতি , রুহুল মঈন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, মোঃ শওকত আলী ,সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে অতিথিরা এপেক্স ক্লাব অব বান্দরবানের ১৪ তম পালাবদল উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন । এছাড়াও এ প্রেসক্লাব ও বান্দরবানকে আরো শক্তিশালী করার জন্য ৩ টি দল গঠন করেন এবং নতুন করে শপথ বাক্য পাঠ এর মাধ্যমে ক্লাব কে আরও শক্তিশালী করার অঙ্গীকার গ্রহণ করেন। পরে অতিথিদের মধ্যে ক্রেস্ট স্মারক দেওয়ার মাধ্যমে পালাবদল অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।