সদর উপজেলার আলীরটেকের কুড়েরপাড় ও ক্রোকেরচর হচ্ছে ইউনিয়নের দুটি সুপরিচিত গ্রামের নাম। এই দুই গ্রাম জুড়েই রযেছে সরকার বাড়ির সীমানা। ঐতিহ্যবাহী এই সরকার বাড়িতে বহু জ্ঞানী গুণী সহ জলিল চেয়ারম্যানের মতো কৃতি সন্তান জন্ম নিয়েছেন। এই বাড়িতে রয়েছে দুটি মসজিদ ভিত্তিক আলাদা সমাজ। একই বাড়ি হলেও দুই ভাগে বিভক্ত হয়ে সমাজ ব্যবস্থা চলছে বহু বছর আগে থেকেই। বাড়ির প্রত্যেকের সাথে পারস্পরিক সুসম্পর্ক অটুট আছে। কিন্তু একটি গোষ্ঠীর মধ্যে দুই সমাজব্যবস্থা চালু থাকাটা দৃষ্টিকটু বিধায় শাহজাহান মেম্বার, ইসমাইল সরকার, জাকির সরকার, আল আমিন সহ বেশ কয়েকজন ছেলে পুরো বাড়িকে একটি পঞ্চায়েত ভিত্তিক সমাজব্যবস্থা মাধ্যমে পরিচালিত করার উদ্যোগ গ্রহণ করে। ঐক্যের সুদৃঢ় বন্ধনে বেঁধে দেওয়ার এই মহৎ পদক্ষেপে দুটি সমাজ একত্রিত হতে আগ্রহী হয়। এই লক্ষ্যে বাড়ির সকলকে একত্রিত করে সভা আহŸান করা হয় গত শুক্রবার ২৮ মে ২০২১ তারিখে। সভায় একটি শক্তিশালী পঞ্চায়েত গঠন করে ঐক্যবদ্ধ হয়ে চলার সম্মতি দেয় প্রত্যেকে। এই পঞ্চায়েত কমিটি বাড়ির ও সমাজের সার্বিক বিষয় দেখভাল করবে বলে সিদ্ধান্ত হয় প্রথম সভায়। পরবর্তী সভা অনুষ্ঠিত হয় শুক্রবার ১১ জুন ২০২১ শুক্রবার সকাল ৯টায়। চূড়ান্তভাবে এই কমিটির যাত্রা শুরু হলো। আলামিন সরকারের প্রস্তাবে “সরকার বাড়ি পঞ্চায়েত ও ঐক্য পরিষদ” নামে কমিটি গঠিত হয়েছে। বাড়ির ছোট বড় সকলের সম্মতিক্রমে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছে রবিউল মেম্বার। রবিউল মেম্বারের বাড়ির পাশে অবস্থিত সরকার বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত সভায় এই সভা অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত ও ঐক্য পরিষদের সভাপতি রবিউল মেম্বার। সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, সহ সভাপতি আফাজ আলী সরকার, সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার, যুগ্ম সম্পাদক ইসমাইল সরকার, সাংগঠনিক সম্পাদক শাজাহান সরকার, সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সরকার, কোষাধ্যক্ষ আসানউল্লাহ, প্রচার সম্পাদক আঃ আউয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক ফয়জুল হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম সরকার। পরবর্তী সময়ে মুরাদ সরকার, জাকির সরকার, মোতালিব, শাহাদাত সরকার, সেলিম সরকার, জাহানউল্লা সরকার, নুর ইসলাম, আলমগীর সরকার, জাহিদ সরকার, নুর হোসেন সরকার দেশে অবস্থানরত ও প্রবাসী সব যুবকদের নিয়ে গঠিত হবে একটি ইয়াং ইউনিট।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আলামিন সরকার।
নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান রবিউল মেম্বার আশাবাদ ব্যক্ত করে বলেন, বাড়ির মান সম্মান অক্ষুন্ন রেখে মানুষের কল্যাণ করাই আমাদের লক্ষ্য। বাড়ির শান্তি শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সঠিক পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে যাবো। বর্তমান ও পরবর্তী প্রজন্মকে সুশিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ করার চেষ্টা চালিয়ে যাবো।
উল্লেখ যে, রবিউল মেম্বার কুড়েরপার কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে। তিনি আল মদিনা মাদ্রাসার সাবেক সভাপতি, আবরার মাদ্রাসার অন্যতম নীতিনির্ধারক। এছাড়া তিনি এলাকার সকল স্কুল মাদ্রাসা সহ কল্যাণকামী প্রতিষ্ঠানের সাথে ওতোপ্রোতভাবে জড়িত।