মোগরাপাড়া ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড এর ছোট সাদিপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার কিডনিতে পাথর হওয়ায়, তার অপারেশনের চিকিৎসার জন্য নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন মোগরাপাড়া ইউনিয়ন এর হাজী শাহ মোঃসোহাগ রনি।
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ পদপ্রার্থী হাজী শাহ মোঃসোহাগ রনি বলেন একসময় গরীব ছিলাম, গরিবের দুঃখ কি আমি তা আমি বুঝি। কিন্তু আমাদের সমাজে যারা দুস্থ গরিব তাদের খবর কেউ রাখে না। মানুষ ভোটের সময় নেতারা আপনাদের অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট শেষ হয়ে গেলে তারা আর কেউ আপনাদের কথা মনে রাখেনা। এখনো দেশে অনেক জনপ্রতিনিধি হয়েছেন যারা আপনাদের খবর রাখে না। আমি তাদেরকে সম্মানের সাথে বলবো আপনারা যারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। সেলিম মিয়ার মত অনেকেই আছে যারা মুখ ফুটে বলতে পারেনা তাদের বাসায় বাসায় যেয়ে খবর নেন তারা কি অবস্থায় আছে,আমি কথা দিলাম আমি যদি চেয়ারম্যান হই অসহায় মানুষ এর পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ।