সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি। এসময় তিনি চলমান উন্নয়ন কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। গতকাল মঙ্গলবার (১৫ জুন) বিকেলে ডিএনডি খাল পাড়ে এ পরিদর্শনে আসেন মেয়র আইভি।
এর আগে দুপুরে নাসিক ৪নং ওয়ার্ডে একটি স্কুলের সামনে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করেন এবং এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। উক্ত উন্নয়ন কাজে ওয়াকওয়ে নির্মাণ, সৌন্দর্য বর্ধনে গাছ রোপন ও ঘাস লাগানোর চলমান কাজগুলো পরিদর্শন করেন আইভ।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, আয়েশা আক্তার দিনা, মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, জহির হোসেন ভুইয়া, মিয়া মোঃ জামান, মোঃ মোতালেব, শরীফ হীরা, মাসুদুর রহমান, হীমেল খাঁন, যোবায়ের প্রমূখ।