আমতলী (বরগুনা) প্রতিনিধি:- আগামীকাল (২১ জুন) বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। শেষ সময়ে ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রথম ধাপের ইউপি নির্বাচনে বরগুনা জেলার আমতলী উপজেলার ৬টি ইউনিয়নে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। উপজেলার ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন দেয় ওই ইউনিয়নের তিনবারের নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদারের সহধর্মিনি ও ওই ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সোহেলী পারভীন মালাকে। তিনি নির্বাচনী মাঠে ৫ জন পুরুষ প্রতিদ্বন্ধির সাথে প্রতিদ্বন্ধিতা করছেন।
সোহেলী পারভীন মালা জেলার একমাত্র নৌকা মার্কার নারী চেয়ারম্যান প্রার্থী। তার পিতা আবু হাসনাত আবদুল্লাহ পটুয়াখালীর জেলার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টানা তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নৌকার প্রার্থী সোহেলী পারভীন মালার বিপরীতে ওই ইউনিয়নে মূল প্রতিদ্বন্ধি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক বিএনপি নেতা ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
মূলতঃ এখানে প্রতিদ্বন্ধিতা হবে নৌকার সোহেলী পারভীন মালার সাথে অপর স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার মোঃ আবুল কালাম আজাদের। মালা ভোটের মাঠে প্রথম হলেও স্বামী প্রয়াত একেএম নুরুল হক তালুকদার একাধিকবার চেয়ারম্যান থাকায় স্ত্রী হিসেবে প্রচারে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার তিনি নিজ নির্বাচনি প্রচার- প্রচারণা চালান।
সোহেলী পারভীন মালা বলেন, আমার স্বামী আমৃত্যু ওই ইউনিয়নের মানুষের পাশে থেকে সেবা করেছেন। তার অকাল মৃত্যুতে আমি ভেঙ্গে পড়িনি। ওই ইউনিয়নের জনগন তাদের ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি আমার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করব। এলাকার মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন এবং সাহস জুগিয়ে ভরসা দিয়ে পাশে থেকেছেন।
তিনি আরও বলেন, স্বামীর মৃত্যুর পর আমার মনে হয়েছে এলাকার লোকজন তাদের অভিভাবক হারিয়েছেন। তাদের আগ্রহেই আমি এক পর্যায়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনা জেলায় একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমায় মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেয়া মনোনয়নের সম্মান রাখতে আমি মানুষের কাছে ভোট প্রার্থনা করি। সুষ্ঠু নির্বাচন হলে আমার জয় নিশ্চিত।